X
রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারত এগিয়ে থাকলেও ট্রফি নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৫, ২১:৩৩আপডেট : ১৭ মে ২০২৫, ২১:৩৩

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাইভোল্টেজ ম্যাচের আভাস মিলছে। বাংলাদেশ ও ভারত দুই দলই অপরাজিত থেকে শিরোপা নির্ধারণী মঞ্চে। তবে খেলাটা অরুণাচলে। মাঠ, দর্শক থেকে শুরু কন্ডিশন থাকবে ভারতের পক্ষে। শক্তিমত্তাতেও নিঃসন্দেহে স্বাগতিকরা এগিয়ে থাকবে। তাই বলে বাংলাদেশের মনোবলে কোনও ঘাটতি নেই। ভারতের বিপক্ষে সেরা সাফল্য পেতে সর্বোচ্চ পারফরম্যান্স উজার করে দিতে প্রস্তুত তারা।

গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রবিবার স্থানীয় সময় বেলা ৩টায় মুখোমুখি হবে দুই দল। বয়সভিত্তিক এই সাফে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন। তবে উনিশ ক্যাটাগরিতে প্রথমবার ট্রফি জেতার দ্বারপ্রান্তে তারা। অন্যদিকে ২০২৩ সালে এই ক্যাটাগরিতে শিরোপা জিতেছিল ভারত।

এই প্রতিযোগিতার অনূর্ধ্ব-২০ ক্যাটাগরির বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে শিরোপা জয়ের সুযোগ কাজে লাগাতে মরিয়া তারা, বললেন কোচ গোলাম রব্বানী ছোটন, ‘আমাদের ছেলেরা এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই ভালো ফুটবল খেলেছে। তারা অনেক কিছু শিখতে পেরেছে। এতে এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী। ফাইনালের জন্য তারা পুরোপুরিভাবে প্রস্তুত।’

অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল আছেন দারুণ ফর্মে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি, করেছেন তিন গোল। এই তরুণ রোমাঞ্চ নিয়ে ভারত ম্যাচের অপেক্ষায় আছেন, ‘ফাইনাল সবসময় একটু উত্তেজনা কাজ করে। এটা ফাইনাল, টুর্নামেন্টের শেষ ম্যাচ। এখানে দুটি দলই চাইবে জিততে, ভালো খেলতে এবং ট্রফি দেশে নিয়ে যেতে। আমরা এখানে এসেছি লক্ষ্য পূরণ করতে। ইনশাআল্লাহ সেটা করেই দেশে ফিরবো।’

তিনি আরও বলেন, ‘আমাদের দল শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল। প্রতিটা খেলোয়াড় ও দলের প্রতি বিশ্বাস ছিল আমাদের। আমরা ভালো কিছু করার জন্য এখানে এসেছি। যেহেতু ফাইনালে প্রতিপক্ষ ভারত, সেক্ষেত্রে বিষয়টি আলাদা। ভারত ভালো দল, তাদের প্রতি সম্মান আছে আমাদের। তবে আমরা এসেছি লক্ষ্য পূরণ করতে। আমরা শতভাগ নিংড়ে দেবো এবং লক্ষ্য পূরণ করে ফিরবো।’

ফাইনালে ওঠার পথে বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে একটি ড্র করেছে। ভারত জিতেছে তিনটিই। তবে বাংলাদেশকে সমীহ করছেন ভারত কোচ বিবিয়ানো ফের্নান্দেস, ‘আপনারা জানেন, তারা (বাংলাদেশ) কতটা ভালো এবং ভালো খেলেছে, বিশেষ করে সেমিফাইনালে। তাদের প্রতি সম্মান আছে আমাদের এবং আমরা নিজেদের প্রস্তুত করেছি ফাইনালের জন্য। ফাইনালে আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে চাই।’

ভারত অধিনায়ক সিঙ্গামায়ুম শামি ঘরের মাঠে ফাইনাল জিতে ট্রফি ঘরে রাখতে চান, ‘আগামীকাল আমরা সেরাটা দিতে চাই। আমরা খুবই খুশি যে অরুণাচলের সমর্থকরা আমাদের সমর্থন দিচ্ছে। ফুটবলে কী হবে সেটা বলা যায় না। তবে, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত এবং ঘরে ট্রফি রেখে দিতে চাই।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
ইমনের বিশেষ সেঞ্চুরি, প্রশংসা পেলেন অধিনায়কের
ইমনের বিশেষ সেঞ্চুরি, প্রশংসা পেলেন অধিনায়কের
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন দিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন দিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত