X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফ্র্যাঞ্চাইজি লিগে এক দিনে ১০ গোল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২২, ১৮:১৩আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৮:১৩

রূপায়ন সিটি কুমিল্লার সঙ্গে ভালোই লড়াই করে যাচ্ছিল ওয়ালটন ঢাকা। প্রায় সমান তালে লড়াই করেও আশরাফুলরা হার এড়াতে পারেনি। ফ্র্যাঞ্চাইজি হকি লিগে ১০ গোলের ম্যাচে তারা কুমিল্লার কাছে হেরেছে ৬-৪ গোলে।

শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের প্রথম কোয়ার্টারে রূপায়ন কুমিল্লা দুই গোলে লিড নিয়েছে। ম্যাচ ঘড়ির ৪ মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে সুযোগ কাজে লাগিয়ে রূপায়ণ সিটি কুমিল্লাকে এগিয়ে নেন অধিনায়ক সোহানুর রহমান সবুজ। মিলন হোসেনের পুশ প্রদীপ মোর থামালে তাতে সবুজের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক পোস্টে জড়ায়। এর পর দুটি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি কুমিল্লা।

১১ মিনিটে ডানদিক থেকে মিলনের আড়াআড়ি বাড়ানো বল আয়ত্বে নিয়ে রিভার্স হিটে ব্যবধান বাড়ান পুস্কর খীসা মিমো। তাতে দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল শোধ করে ম্যাচ ফেরে ওয়ালটন ঢাকা। ১৭ মিনিটে সামিন ফিল্ড গোল করেন। আর ২৩ মিনিটে পেনাল্টি থেকে আশরাফুল ইসলাম স্কোরলাইন ২-২ করেন।

৩৪ মিনিটে কুমিল্লা আবারও এগিয়ে যায়। মিলনের পুশ প্রদীপ থামালে সেখান থেকে গোল করে লিড পুনরূদ্ধার করেন কোরিয়ান কিম সুং ইয়োব।

পরের মিনিটে রাকিবুল ইসলাম রকির দারুণ গোল করে সমতা আনেন। সতীর্থের লম্বা পাস থেকে শুটিং সার্কেলে ঢুকে ঠাণ্ডা মাথায় গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়ান রকি। ৩৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ইয়োব গোল করে ফের এগিয়ে নেন রূপায়ণ সিটিকে।

৪৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবার সমতায় চলে আসে ওয়ালটনও। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন আশরাফুল।

তার পর শেষ ৮ মিনিটে কুমিল্লা দুই গোল করে জয় নিশ্চিত করেছে। দুটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে।

৫২ মিনিটে সোহানুর রহমান সবুজ ও ৫৯ মিনিটে পুষ্কর খীসা মিমো গোল করে দলকে তিন পয়েন্ট এনে দিয়েছেন। রূপায়ন সিটি কুমিল্লা ৯ ম্যাচে ১৬ ও সমান ম্যাচে ওয়ালটন ঢাকা ৬ পয়েন্ট পেয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া