X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

এক কোটি ২০ লাখ টাকায় বিশ্বকাপে খেলার স্বপ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৩, ১৮:৪৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৮:৪৯

কিছু দিন আগে ওমানের মাঠে উৎসব করেছে বাংলাদেশ। ২০১৪ সালের পর আবার জিতেছে অনূর্ধ্ব-২১ হকির ট্রফি। চ্যাম্পিয়ন হওয়ায় আগামী মে মাসে জুনিয়র হকির মূল পর্বে খেলার দুয়ারও উন্মোচিত হয়েছে। সেখানে সেরা চার দলের মধ্যে থাকতে পারলে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার ‍সুযোগ হবে লাল-সবুজদের। স্বপ্ন পূরণে আটঘাট বেঁধে মাঠে নেমেছে হকি ফেডারেশন। আপাতত জুনিয়র হকির মূল পর্বের প্রস্তুতির জন্য এক কোটি ২০ লাখ টাকার প্রাথমিক বাজেট তৈরি করেছে।

কোটি টাকারও বেশি বাজেটের মধ্যে রয়েছে ইউরোপিয়ান কোচের অধীনে দীর্ঘমেয়াদে আবাসিক অনুশীলন। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, জার্মানি ও নেদারল্যান্ডসের কোচদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের যে কোনও একজনকে ঢাকায় এনে জুনিয়র হকির মূল পর্বের প্রস্তুতি শুরু করার লক্ষ্য ফেডারেশনের।

বাজেটের বড় অংশ যাবে বিদেশি কোচের বেতনে। বাকিটা খেলোয়াড়দের অনুশীলনে ব্যয় হবে। ফেডারেশন চাইছে যে কোনও মূল্যে সাফল্য ধরে রাখতে। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা অনূর্ধ্ব-২১ দলটিকে ঘিরে বড় স্বপ্ন দেখছি। তাদের নিয়ে বিশ্বকাপে খেলার লক্ষ্য। এর জন্য বিদেশি কোচ আনার চেষ্টা চলছে। বিদেশি কোচ ও অনুশীলনের পেছনে এক কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। ফেডারেশনের সভাপতির কাছে বাজেট করে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। বিদেশি কোচদের সঙ্গে যোগাযোগও চলছে। তাদের একজনকে আনতে হলে ১২ থেকে ১৫ লাখ টাকা মাসে লাগবে। ক্রীড়া মন্ত্রণালয় সেই ব্যাপারে আশ্বাস দিয়েছে।’

আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে বিদেশি কোচের অধীনে অনুশীলন শুরু করতে চাইছে ফেডারেশন। তবে কোচ ও অর্থায়ন নিশ্চিত হলেই সেটি সম্ভব। মোহাম্মদ ইউসুফ আশাবাদী কন্ঠে বলেছেন, ‘আমাদের সভাপতি নিশ্চয়তা দিয়েছেন। ক্রীড়া মন্ত্রণালয় বিদেশি কোচের বেতনের অর্ধেক দেওয়ার কথা বলেছে। সমস্যা হলো বিদেশি কোচরা এক বছরের জন্য আসতে চাইছে। আমরা ৬ মাসের জন্য আনতে চাই। পারফরম্যান্স দেখেই আমরা মেয়াদ বাড়ানোর পক্ষপাতী। আগামী কয়েক দিনের মধ্যে পরিষ্কার একটা ধারণা পাবো বলে আমার বিশ্বাস।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জাতীয় সংগীতের অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় সংগীতের অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়