X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

হকি ফেডারেশনের সভায় হঠাৎ মমিনুল হক সাঈদ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৫

মঙ্গলবার হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা চলছিল। তেজগাঁওয়ে বিমান বাহিনীর ফ্যালকন হলে শেষ মুহূর্তে  হঠাৎ উপস্থিত নির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ! ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর থেকে তিনি পলাতক ছিলেন।

প্রায় তিন বছর পর গত ৩০ জানুয়ারি দেশে ফিরেছেন। সাঈদের স্বপদে ফেরা প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান শেখ আবদুল হান্নান বলেছেন, ‘স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই তিনি কমিটিতে ঢুকবেন। এ ব্যাপারে যদি কোনও নীতিগত বাধা না থাকে তাহলে আমার পক্ষ থেকে কোনও বাধা নেই। এখানে যারা কমিটির অন্যান্য সদস্য আছেন, সবাই মিলে এই সিদ্ধান্তের পক্ষে অনুমতি দিয়েছেন। যদি অন্য কোনও বাধা না থাকে তাহলে তিনি যোগ দেবেন সাধারণ সম্পাদক হিসেবে।’

সভা শেষে পেছনের দরজা দিয়ে বের হয়ে যান মমিনুল হক সাঈদ। শুরুতে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে চাইছিলেন না। তবে এক পর্যায়ে বলেছেন, ‘আমি আমার জীবনের চেয়ে, আমার দুই সন্তানের চেয়ে ক্রীড়াঙ্গনকে বেশি ভালোবাসি। আমাকে বাঁচতে দিন। দয়া করে আমাকে মাফ করে দিন। আমাকে সুষ্ঠু জীবন নিয়ে কাজ করতে দিন। আমি তিনটা বছর অনেক কষ্ট করেছি। এই মুহূর্তে মাকে হাসপাতালে রেখে এসেছি। শুধু আমাকে রিকোয়েস্ট (অনুরোধ) করা হয়েছে এমন একটা জায়গা থেকে, উপায় নেই। জানানো হয়েছে, প্রেসিডেন্ট (হকি ফেডারেশনের সভাপতি) বসে আছেন (কার্যনির্বাহী কমিটির সভায়), অ্যাটেন্ড (যোগ দিতে) করতেই হবে। এ জন্য এসেছি। এখানে আসার পর কোনও কিছু বাধাগ্রস্ত হবে না বলেই আমার মনে হয়।’

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে কাজ করা মোহাম্মদ ইউসুফ বলেছেন, 'উনি আজকের সভায় এসে সই করেছেন। আইনে যা আছে তাই হবে। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি।'

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক