X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

হকি ফেডারেশনের সভায় হঠাৎ মমিনুল হক সাঈদ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৫

মঙ্গলবার হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা চলছিল। তেজগাঁওয়ে বিমান বাহিনীর ফ্যালকন হলে শেষ মুহূর্তে  হঠাৎ উপস্থিত নির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ! ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর থেকে তিনি পলাতক ছিলেন।

প্রায় তিন বছর পর গত ৩০ জানুয়ারি দেশে ফিরেছেন। সাঈদের স্বপদে ফেরা প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান শেখ আবদুল হান্নান বলেছেন, ‘স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই তিনি কমিটিতে ঢুকবেন। এ ব্যাপারে যদি কোনও নীতিগত বাধা না থাকে তাহলে আমার পক্ষ থেকে কোনও বাধা নেই। এখানে যারা কমিটির অন্যান্য সদস্য আছেন, সবাই মিলে এই সিদ্ধান্তের পক্ষে অনুমতি দিয়েছেন। যদি অন্য কোনও বাধা না থাকে তাহলে তিনি যোগ দেবেন সাধারণ সম্পাদক হিসেবে।’

সভা শেষে পেছনের দরজা দিয়ে বের হয়ে যান মমিনুল হক সাঈদ। শুরুতে সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে চাইছিলেন না। তবে এক পর্যায়ে বলেছেন, ‘আমি আমার জীবনের চেয়ে, আমার দুই সন্তানের চেয়ে ক্রীড়াঙ্গনকে বেশি ভালোবাসি। আমাকে বাঁচতে দিন। দয়া করে আমাকে মাফ করে দিন। আমাকে সুষ্ঠু জীবন নিয়ে কাজ করতে দিন। আমি তিনটা বছর অনেক কষ্ট করেছি। এই মুহূর্তে মাকে হাসপাতালে রেখে এসেছি। শুধু আমাকে রিকোয়েস্ট (অনুরোধ) করা হয়েছে এমন একটা জায়গা থেকে, উপায় নেই। জানানো হয়েছে, প্রেসিডেন্ট (হকি ফেডারেশনের সভাপতি) বসে আছেন (কার্যনির্বাহী কমিটির সভায়), অ্যাটেন্ড (যোগ দিতে) করতেই হবে। এ জন্য এসেছি। এখানে আসার পর কোনও কিছু বাধাগ্রস্ত হবে না বলেই আমার মনে হয়।’

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে কাজ করা মোহাম্মদ ইউসুফ বলেছেন, 'উনি আজকের সভায় এসে সই করেছেন। আইনে যা আছে তাই হবে। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি।'

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ
চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ
ওটিপি সমস্যায় সারাদেশে এনআইডি সেবা বন্ধ
ওটিপি সমস্যায় সারাদেশে এনআইডি সেবা বন্ধ
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়