X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘দেশের জন্য ধোনির মতো অবদান কারও নেই’

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৯, ২০:০৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২০:০৮

মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে বলেছেন কপিল দেব মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত জিতেছে দ্বিতীয় বিশ্বকাপ। দেশটির প্রথম বিশ্বকাপ যার হাতে উঠেছিল, সেই কপিল দেব প্রশংসার বানে ভাসিয়েছেন ভারতীয় উইকেটরক্ষককে। ভারতের সাবেক এই অধিনায়কের বিশ্বাস, এবারও বিশ্বকাপ জিতবেন ধোনি।

বয়স ৩৭ পেরিয়ে গেছে ধোনির। ধারণা করা হচ্ছে, ইংল্যান্ডের বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তার আগে দেশের তৃতীয় ও নিজের দ্বিতীয় বিশ্বকাপ নিশ্চিতভাবেই জিততে চাইবেন ধোনি। ক্রিকেটের সবচেয়ে বড় আসরের আগে দারুণ ফর্মেও আছেন এই উইকেটরক্ষক। দিনকয়েক আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪৮ বলে হার না মানা ৮৪ রানের ইনিংস খেলেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

ভারতের জার্সিতেও চেনা ছন্দে ফিরেছেন ধোনি। ২০১৮ সাল খুব একটা ভালো না কাটলেও চলতি বছরে আছেন দুর্দান্ত ফর্মে। ২০১৯ সালে খেলা ৯ ম্যাচে ৮১.৭৫ গড়ে তার রান ৩২৭, যেখানে অস্ট্রেলিয়া বিপক্ষে আছে টানা তিনটি হাফসেঞ্চুরি।

অভিজ্ঞ এই ক্রিকেটার ভারতের জন্য নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন বলে দাবি কপিল দেবের। সাবেক ভারতীয় অধিনায়কের মতে, ভারতের জন্য ধোনির মতো অবদান আর কারও নেই। ২০১১ বিশ্বকাপ জয়ী অধিনায়কের প্রশংসা করে তিনি ভারতীয় এক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘কেউই বলতে পারবে না, সে কতদিন খেলতে পারবে, কতদিন তার শরীর কাজের ধকল সইতে পারবে। তবে ধোনির মতো আর কোনও ক্রিকেটার নেই, যে দেশের জন্য এতটা করেছে। আমাদের তাকে সম্মান ও শুভকামনা জানানো উচিত। আশা করছি সে এবারও বিশ্বকাপ জিততে পারবে।’

১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন কপিল। সাবেক এই অলরাউন্ডারের খুব বেশি কিছু বলারও নেই ধোনি সম্পর্কে, ‘ধোনি সম্পর্কে (বেশি) কিছু বলার নেই আমার। আমার মতে, সে তার দেশের জন্য অনেক করেছে। অবশ্যই তাকে সম্মান করতে হবে।’

ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নিয়ে কপিলের বক্তব্য, ‘ভারতের এবারের দলটা ভালোই মনে হচ্ছে। যদিও (বিশ্বকাপ জেতাটা) সহজ হবে না। আশা করছি কোনও ধরনের ইনজুরি আসবে না (দলে)। ভাগ্য খারাপ না হলে আমরা অবশ্যই বিশ্বকাপ জিতব।’ আইসিসি ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?