X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রানে ফিরতে তামিমের কঠোর অনুশীলন

রবিউল ইসলাম, ব্রিস্টল থেকে
১০ জুন ২০১৯, ১৭:২০আপডেট : ১০ জুন ২০১৯, ২০:০৫

অনুশীলন শেষে ফিরে যাচ্ছেন তামিম ইকবাল। বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে ছিলেন বামহাতি ওপেনার তামিম ইকবাল। অথচ বিশ্বকাপের শুরু থেকে নিজের ছায়া হয়ে রয়েছেন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ পর্যন্ত কি ফর্মেই না ছিলেন বাংলাদেশের সেরা এই ওপেনার।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তামিম তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নিয়ে ইংল্যান্ডে এসেছেন। আগের বিশ্বকাপগুলোতে ২১ ম্যাচে ২৩ গড়ে রান করলেও এবারের বিশ্বকাপে তার কাছে দলের প্রত্যাশা আকাশছোঁয়া। কিন্তু তিনটি ম্যাচ খেললেও সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি।

অবশ্য খুব ভালো সময় পার করে হুট করেই দুঃসময়ের জালে বন্দি হয়ে পড়া তামিমের জন্য নতুন কিছু নয়! এই মুহূর্তে সেটি দীর্ঘায়িত না হলেই ভালো। তামিম নিজেও ছন্দে ফিরতে বেশ মরিয়া। আর তা করে দেখাতে চান কালকে শ্রীলঙ্কার বিপক্ষেই। তাই সোমবার বিস্ট্রলের মাঠে কঠোর অনুশীলনে মনোযোগী দেখা গেলো তামিমকে।

নেট প্র্যাকটিসের আগে তামিমকে পরামর্শ দিচ্ছেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ঐচ্ছিক অনুশীলনেও মুশফিকুর রহিমের উপস্থিতি অজানা নয় কারো। তবে পারতপক্ষে যিনি ওই পথ মাড়ান না, সেই তামিমও কিনা আজ পুরোপুরি সিরিয়াস ছিলেন। অনুশীলন শুরুর ঘণ্টাখানেক আগে হাজির হয়ে যান মাঠে! চলতি বিশ্বকাপে রানে ফেরার তাগিদ থেকেই হোটেলের আরামদায়ক সময়ের চেয়ে অধ্যাবসয়ের দিকে মনোযোগ এখন তার। এই কনকনে ঠান্ডাতেও নিজেকে ঝালিয়ে নিতে এসেছিলেন ব্রিস্টল ক্রিকেট স্টেডিয়ামে।

নিজেকে ফিরে পেতে নেটে ব্যাটিংও করলেন লম্বা সময়। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় অনুশীলন করেছেন নানাভাবে। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিকে নিয়ে বাম পাশের নেটে কঠোর অনুশীলন করেন। কিছুক্ষণ ব্যাটিং করার পর শলাপরামর্শও করতে দেখা গেলো, হয়তো তামিমকে ভুল-ত্রুটিগুলো শুধরে দিচ্ছিলেন। ঘণ্টা দুয়েকের অনুশীলনে স্পষ্ট হয়েছে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় দৃঢ় প্রতিজ্ঞ তামিম। তার প্রচেষ্টাই বলে দিচ্ছে রানে ফিরতে কতটা মরিয়া তিনি।

তার মতো একজন ক্রিকেটারের এমন মরিয়া হওয়াই স্বাভাবিক। কারণ, তামিমের ক্যারিয়ারটা ১৩ বছরের। তাই দুঃসময় পেছনে ফেলার মন্ত্রও অজানা নয় তার। হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ ফর্মে ফেরা শুরু হবে মারকুটে এই ব্যাটসম্যানের। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
গাজার গণকবরের ৮৫ শতাংশ মরদেহই অজ্ঞাত
গাজার গণকবরের ৮৫ শতাংশ মরদেহই অজ্ঞাত
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না