X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ রেকর্ড ভাঙলেন ফিঞ্চ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৯, ১৮:১১আপডেট : ২৫ জুন ২০১৯, ১৮:১২

ফিঞ্চ ও ওয়ার্নার চারটি উদ্বোধনী জুটি বিশ্বকাপে টানা ৪ ম্যাচ পঞ্চাশ ছাড়ানো স্কোর করেছিলেন। এবার তাদের টপকে গেলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। টানা ৫ ম্যাচ তাদের জুটি পঞ্চাশোর্ধ্ব স্কোর করেছে এই বিশ্বকাপে।

মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ব্যাট করতে নেমে ১২তম ওভারের পঞ্চম বলে দলীয় ফিফটিতে পৌঁছায় অস্ট্রেলিয়া। তাতে প্রথম জুটি হিসেবে বিশ্বমঞ্চে টানা ৫ ম্যাচে এই অনন্য কীর্তি গড়েন ওয়ার্নার ও ফিঞ্চ। এই জুটি শেষ পর্যন্ত ভেঙেছে ১২৩ রানে পৌঁছানোর পর।

ভারতের কাছে ৩৬ রানে হারের ম্যাচে দুই ওপেনারের জুটি ছিল ৬১ রানের। এরপর পাকিস্তান, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে একশ রান ছাড়িয়ে যায় ফিঞ্চ-ওয়ার্নারের উদ্বোধনী জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের জুটি ছিল তাদের। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও ৯৬ রান তুলে তাদের জুটি বিচ্ছিন্ন হয়। কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই হয়নি তাদের পঞ্চাশ ছাড়ানো জুটি।

বিশ্বকাপে টানা ৪ ম্যাচে পঞ্চাশ ছাড়ানো চারটি উদ্বোধনী জুটি হলো- গ্রায়েম ফ্লাওয়ার ও ক্রিস টাভারে (১৯৮৩), জিওফ মার্শ ও ডেভিড বুন (১৯৮৭-৯২), আমির সোহেল ও সাঈদ আনোয়ার (১৯৯৬), অ্যাডাম গিলক্রিস ও ম্যাথু হেইডেন (২০০৩-০৭)।

বিশ্বকাপে দুই ওপেনারের সম্মিলিত রানের রেকর্ড ভাঙার পথে আছেন ফিঞ্চ ও ওয়ার্নার। এই টুর্নামেন্টে তাদের জুটি ৬০০ রান ছাড়িয়েছে। এখনও গ্রুপের দুই ম্যাচ বাকি, নকআউটের দৌড়েও ভালোভাবে এগিয়ে তারা। রেকর্ডটি আছে তিলকারত্নে দিলশান ও উপুল থারাঙ্গার দখলে, ২০১১ বিশ্বকাপে তারা ৮০০ রানের মাইফলক স্পর্শ করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা