X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

হ্যাটট্রিক করেও টেন্ডুলকারকে পাশে পাচ্ছেন না সামি

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৯, ২২:৪৩আপডেট : ২৭ জুন ২০১৯, ০০:৪৮

হ্যাটট্রিক করেও টেন্ডুলকারকে পাশে পাচ্ছেন না সামি আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন মোহাম্মদ সামি। অথচ তাকেই কিনা পরের ম্যাচে রাখছেন না শচীন টেন্ডুলকার! সামিকে বাদ দিয়ে এই কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে ভুবনেশ্বর কুমারকে রাখছেন একাদশে।

বৃহস্পতিবার ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। ক্রিস গেইল এই ম্যাচে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন বিরাট কোহলিদের সামনে। তাকে সামলানোর জন্যই মূলত সামি থেকে ভুবনেশ্বরকে এগিয়ে রাখছেন টেন্ডুলকার। তাই হ্যাটট্রিক করার পরও সামিকে একাদশের বাইরে রাখার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক।

পাকিস্তান ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ভুবনেশ্বর। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে খেলা হয়নি তার। এই পেসারের জায়গা নেওয়া সামি দারুণ হ্যাটট্রিকে আফগানদের বিপক্ষে নিশ্চিত করেন ভারতের ১১ রানের জয়। এরপরও ক্যারিবিয়ানদের বিপক্ষে ভুবনেশ্বরকে এগিয়ে রাখছেন টেন্ডুলকার।

ভারতীয় কিংবদন্তির বক্তব্য, ‘ভুবনেশ্বর কুমারের ফিট হয়ে ওঠা ভারতের জন্য দারুণ খবর। ওর অঙ্গভঙ্গি দেখে আমার মনে হয়েছে সে বেশ আত্মবিশ্বাসী।’ এরপরই টেন্ডুলকার বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ-ভারত ম্যাচে যদি ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামির মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি অবশ্যই ভুবনেশ্বর কুমারকে নেবো।’

‘লিটল মাস্টার’ কারণটাও ব্যাখ্যা করেছেন, ‘কারণ একটাই, ক্রিস গেইলের বিপক্ষে ভুবনেশ্বর বাইরের অ্যাঙ্কেলের বল করতে পারে, যেটা গেইলের জন্য খুব অস্বস্তিকর। আমার এখনও মনে আছে, আমার শেষ টেস্টে ভুবনেশ্বরের বলে খুব অস্বস্তিতে ভুগেছিল গেইল।’

তাই তার চাওয়া, ‘জানি বিষয়টি মোহাম্মদ সামির জন্য দুর্ভাগ্যজনক, তবে আমি বিশ্বাস করি এই ম্যাচে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ভুবনেশ্বর কুমারকে নেওয়া উচিত।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা