X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

টুইটারে আফগান-বন্দনা

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫১

জয় নিশ্চিত হতেই বাধভাঙা উল্লাসে মাতলেন রশিদ খান ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়াচ্ছে আফগানিস্তান। প্রায় ২০ বছর ধরে টেস্ট আঙিনায় পারফর্ম করা বাংলাদেশকে তাদেরই মাটিতে হারিয়ে দেওয়া নিঃসন্দেহে বিশাল প্রাপ্তি রশিদ খানদের। ক্রিকেট বিশ্ব তাই মেতেছে আফগান-বন্দনায়।

গত বছরই টেস্ট আঙিনায় পা রেখেছে আফগানিস্তান। বাংলাদেশে নেমেছিল নিজেদের ইতিহাসের মাত্র তৃতীয় টেস্টে। এ বছরের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পাওয়া দলটি এবার বাংলাদেশকেও হারিয়ে দিলো। তৃতীয় টেস্টে দ্বিতীয় জয় তুলে নেওয়ার কীর্তিতে অস্ট্রেলিয়ার পাশে বসেছে তারা।

ডিন জোন্সের টুইট সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডিন জোন্স এই কীর্তি তুলে ধরে প্রশংসায় ভাসিয়েছেন আফগানদের। নিজের ভেরিভায়েড টুইটারে লিখেছেন, ‘অভিনন্দন ‍আফগানিস্তানকে মাত্র তৃতীয় টেস্টে দ্বিতীয় জয় তুলে নেওয়ার জন্য। কোনও সন্দেহ নেই সামনে আরও অনেক আসছে। গত ১৫ বছরে তোমরা যা করেছো এবং আজ (সোমবার) যা করলে... সেটা সব ক্রিকেটপ্রেমীর জন্য অনুপ্রেরণার।’

অথচ একটা সময় জয়ের স্বপ্ন শেষই হতে গিয়েছিল আফগানিস্তানের। বাংলাদেশের ৪ উইকেট তুলে নিতে পারলেই জিতবে, কিন্তু বৃষ্টি বাগড়া দেওয়ায় ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের দিকে। তবে পঞ্চম দিনের শেষ বিকেলে ১ ঘণ্টা ১০ মিনিট খেলার সুযোগ হয়। সেই সুযোগটা কাজে লাগিয়ে ২২৪ রানের বড় জয় নিশ্চিত করে সফরকারীরা।

হার্শা বোগলের টুইট বৃষ্টির বাধা পেরিয়ে পাওয়া তাদের এই জয়ে অভিভূত ধারাভাষ্যকার হার্শা বোগলে, ‘এককথায় অসাধারণ আফগানিস্তান। ৪ উইকেট পেতে হাতে ছিল ১৮.৩ ‍ওভার এবং সেটা করেছে ওভার ফুরিয়ে যাওয়ার আগেই। রশিদ খানের জন্য অসধারণ একটি ম্যাচ, অন্য সবার জন্যও চমৎকার। তাদের (আফগানিস্তান) সাফল্যের দারুণ গল্পটা চলছেই।’

ভিভএস লক্ষ্মণের টুইট বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ‘ফলো’ করেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভএস লক্ষ্মণ। তিনিও মেতেছেন আফগান-বন্দনায়, ‘দুর্দান্ত জয়ে আফগানিস্তানকে অনেক অভিনন্দন। শুধু বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপক্ষে নয়, লড়াই করতে হয়েছে বৃষ্টির সঙ্গেও। দারুণ দক্ষতা ও স্পিরিটের প্রদর্শনীতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তারা। সাবাশ।’

আফগানদের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক রশিদ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট পাওয়া এই স্পিনারের ম্যাচে শিকার ১১ উইকেট। ব্যাট হাতে করেছেন আবার হাফসেঞ্চুরি। দারুণ এই পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জেতা রশিদকে প্রশংসার বানে ভাসিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির টুইট অফিসিয়াল টুইটারে এই সংস্থা লিখেছে, ‘সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে টেস্ট জয়। ম্যাচে ১১ উইকেট। একই সঙ্গে হাফসেঞ্চুরি, কী দুর্দান্ত তারকা। রশিদ খান, ম্যান অব দ্য ম্যাচ।’

হরভজন সিংয়ের টুইট ভারতীয় স্পিনার হরভজন সিংও মুগ্ধ রশিদের পারফরম্যান্সে। তার টুইট, ‘সাবাশ লালা রশিদ খান, অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয়ের জন্য। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে অধিনায়ক... উইকেট নেওয়ার সঙ্গে রানও করেছে... অভিনন্দন আফগানিস্তানকে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক