X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

নেইমারকে ফেরাতে বার্সেলোনার চেষ্টায় মেসির সংশয়

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮

বার্সেলোনায় যখন সতীর্থ ছিলেন তারা গ্রীষ্মের দলবদলের শেষ অংশ ‍জুড়ে ছিল নেইমারেরর বার্সেলোনা ফেরার আলোচনা। তিন দফা প্রস্তাব দিয়েও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ন্যু ক্যাম্পে ফেরাতে পারেনি বার্সেলোনা। যদিও কাতালান ক্লাবটির চেষ্টা নিয়ে ‘সন্দেহ’ আছে লিওনেল মেসির।

ব্রাজিলিয়ান তারকার জন্য বার্সেলোনা বোর্ড ঠিকঠাক চেষ্টা করেছে কিনা, তা নিয়ে সংশয় আছে এই তারকার। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘স্পোর্ত’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমার খুব ভালো লাগবে নেইমার আবার বার্সেলোনায় যোগ দিলে। সত্যি বলতে, আমি জানি না তাকে ফেরাতে বার্সেলোনা সম্ভাব্য সবকিছু করেছে কিনা। যদিও এটাও সত্য পিএসজির সঙ্গে সমাঝোতা করা সহজ কাজ নয়।’

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড গড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে নাম লেখান নেইমার। তবে ফরাসি ক্লাবটির সঙ্গে আর থাকতে চাননি ব্রাজিলিয়ান তারকা। তাই বার্সেলোনায় ফেরার আলোচনা শুরু করেছিলেন। কাতালান ক্লাবটিও চেষ্টা করেছে সাবেক খেলোয়াড়কে ঘরে ফেরানোর। কিন্তু ‍এবারের গ্রীষ্মের দলবদলে সম্ভব হয়নি।

স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন আছে, লিওনেল মেসির চাওয়াতেই নেইমারকে আবার ন্যু ক্যাম্পে ফেরানোর কাজ শুরু করেছিল বার্সেলোনা। যদিও আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, নেইমারকে ফেরানোর দাবি তুলেননি তিনি বার্সেলোনার কাছে।

মেসি ও লুই সুয়ারেসের সঙ্গে নেইমারের সম্পর্ক দারুণ। ন্যু ক্যাম্প ছেড়ে গেলেও সাবেক সতীর্থদের সঙ্গে যোগাযোগ আছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। কাতালান ক্লাবটির সব সিনিয়র খেলোয়াড়রই চান ন্যু ক্যাম্পে ফিরে আসুক নেইমার। স্প্যানিশ মিডিয়ায় এই গুঞ্জনও আছে, মূলত মেসির চাওয়াতেই নেইমারকে ফেরানোর কাজ শুরু করে বার্সেলোনা।

যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, ‘আমি কখনোই নেইমারকে ফিরিয়ে আনার কথা বলিনি। আমরা সবাই যে যার জায়গা থেকে মতামত দিয়েছি। খেলোয়াড়ি জায়গা থেকে নেইমার বিশ্বের অন্যতম সেরা।’

শেষ পর্যন্ত নেইমারকে আনা যায়নি। তাতে অবশ্য হতাশ নন মেসি, ‘ওকে ফিরিয়ে আনতে না পারায় আমি হতাশ নই। আমাদের দারুণ একটি স্কোয়াড আছে, নেইমারকে ছাড়াই আমরা সব প্রতিযোগিতায় লড়াই করতে পারব।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন বন্দোবস্তের রাজনৈতিক দলের হাত ধরেই হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ: আখতার
নতুন বন্দোবস্তের রাজনৈতিক দলের হাত ধরেই হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ: আখতার
জুলাইযোদ্ধাদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন
জুলাইযোদ্ধাদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন
জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়লো
জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়লো
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আজ থেকে শুরু
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আজ থেকে শুরু
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংক খোলা