X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সরফরাজই থাকছেন পাকিস্তানের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:১০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:১২

সরফরাজ আহমেদ অধিনায়ক বদলের গুঞ্জন ছিল পাকিস্তানের ক্রিকেটে। যদিও নতুন প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হকের অধীনে ঢেলে সাজানো পাকিস্তানের অধিনায়ক থাকছেন সরফরাজ আহমেদই। তার ডেপুটি করা হয়েছে বাবর আজমকে।

বিশ্বকাপ ব্যর্থতার পর কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি বাড়ায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর্থারের বিদায়ের পর কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে মিসবাহকে। নতুন করে দল সাজানোর অংশ হিসেবে সরফরাজ আহমেদকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছিল। যদিও পিসিবি ও মিসবাহ আস্থা রাখছেন এই উইকেটরক্ষকের ওপর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন তিনি।

ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের পর নতুন যুগের সূচনা করতে যাচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে ঘরোয়া লিগের কাঠামো নতুন করে সাজিয়েছে তারা। জাতীয় দলের অধিনায়ক নির্বাচনেও থাকছে নতুনত্ব। সিরিজ বাই সিরিজ অধিনায়কের নাম ঘোষণা করতে চায় তারা।

মিসবাহ অবশ্য আস্থা রাখছেন সরফরাজের ওপর, ‘অধিনায়ক হিসেবে সরফরাজের নাম সুপারিশ করাটা ধারাবাহিকতার জন্য। সবচেয়ে বড় কথা হলো, সরফরাজের ভেতর থেকে সেরাটা বের করতে আনা আমার পক্ষে সম্ভব। কারণ বেশিরভাগ ক্রিকেটারের চেয়ে আমি অনেক ভালো জানি তার সম্পর্কে, সে বেশিরভাগ ম্যাচ খেলেছে আর অধিনায়কত্বে।’

মিসবাহর অধীনে কাজ করতে মুখিয়ে আছেন সরফরাজ, ‘পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব উপভোগ করছি। মিসবাহ-উল-হকের নতুন সেট-আপের অধীনে আমি আমার নেতৃত্বের জায়গা আরও উন্নতি করতে পারব। অধিনায়ক হিসেবে মিসবাহর সাফল্য তার রেকর্ডই বলে দেয়। তার অধীনে আমি আমার ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচ খেলেছি, তাই দুজনের জানাশোনা খুব ভালো। আমার মনে হয়, আমাদের সমন্বয় ভালো হবে।’ আইসিসি ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ