X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভারত বধে টুইটার মজেছে মুশফিকদের বন্দনায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ০১:৫০আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৬:৫৪

সৌরভ গাঙ্গুলীর টুইট বার্তা

কুড়ি ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো ভারতকে বধ করেছে বাংলাদেশ। মুশফিকের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। আর এমন জয়ের পর খুদে ব্লগিং সাইট টুইটারে লাল-সবুজ জার্সিধারীরা প্রশংসার বন্যায় ভাসছেন।

বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) সভাপতি সৌরভ গাঙ্গুলী বাংলাদেশ ও ভারত দলকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আলাদা করে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘দুই দলকেই ধন্যবাদ কঠিন কন্ডিশনে খেলার জন্য...। ওয়েল ডান বাংলাদেশ।’

ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও মুশফিকদের প্রশংসা করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘ম্যাচ জয়ের জন্য বিসিবি টাইগারদের অভিনন্দন। দুর্দান্ত ইনিংস মুশফিকের। আমি নিশ্চিত ভারতের তরুণ খেলোয়াড়রা এখান থেকে শিক্ষা লাভ করবে এবং দৃঢ়ভাবে ফিরে আসবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের টুইট বার্তা

ক্রিকেট বিশেষজ্ঞ মোহনদাস মেনন মুশফিকের প্রশংসা করে টুইট করেছেন, ‘আমি সবসময় ভাবছি—কেন মুশফিকুর রহিম আইপিএলে নেই। এই মানুষটি এই ফরম্যাটের জন্য নিখুঁত।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টুইটার বার্তায় এই জয়কে পারফেক্ট টিম-ওয়ার্ক উল্লেখ করে লিখেছেন, ‘অভিনন্দন। মুশফিক সত্যিই দুর্দান্ত। গ্রেট এফোর্ট এবং দারুণ টিম ওয়ার্ক। আশা করি, এটা বজায় থাকবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম টুইটারে মুশফিক-মাহমুদউল্লাহদের প্রশংসা করে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশকে, বিসিসিআইয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়ের জন্য। উভয় দলের জন্য খুব কঠিন ম্যাচ ছিল। দীর্ঘ প্রতীক্ষিত এই ম্যাচের মতোই সিরিজের বাকি ম্যাচগুলোতে এমন ধারাবাহিকতা থাকবে বলে আশা রাখি।’

হার্শা ভোগলের টুইট

বাংলাদেশ ক্রিকেট নিয়ে সবসময়ই ইতিবাচক মন্তব্য করা হার্শা ভোগলেও টুইট করা থেকে বাদ যাননি। তার টুইটে ফিনিশার হিসেবে মুশফিকের নতুন মাইলস্টোনে পৌঁছানোর বিষয়টি উল্লেখ আছে। হার্শা ভোগলে লিখেছেন, ‘অন্যদের তুলনায় ভারতের বিপক্ষে মুশফিকের গড় সবচেয়ে ভালো। মুশফিক আজ (রবিবার) ফিনিশার হিসেবে নতুন মাইলস্টোনে পৌঁছাতে পেরেছেন।’

বাংলাদেশের জয় নিয়ে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই টুইট করেছে, ‘দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি জিতে নিয়েছে বাংলাদেশ। ফলে তারা তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো।’

/আরআই/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন