X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রান না দিয়ে ৬ উইকেট!

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৯, ২০:৩৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২০:৪৩

ইতিহাস গড়া অঞ্জলি চাঁদ বল করছেন, আর উইকেট উৎসবে মাতছেন— অল্প কথায় নেপালের অঞ্জলি চাঁদের পারফরম্যান্সের মূল্যায়ন। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখেছেন ২৪ বছর বয়সী এই মিডিয়াম পেসার। কোনও রান না দিয়ে ৬ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে নামা অঞ্জলি।

১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে মেয়েদের ক্রিকেটে অঞ্জলির অভাবনীয় বোলিং ফিগারটা এমন- ২.১-২-০-৬। সোমবার প্রতিপক্ষ মালদ্বীপের ৬ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরালেও একটি রানও খরচ করেননি তিনি। এটাই এখন মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড।

অঞ্জলির বোলিং তোপে মাত্র ১৬ রানে গুটিয়ে যায় মালদ্বীপ। যে লক্ষ্য টপকে যেতে এসএ গেমসের আয়োজকদের লেগেছে মাত্র ৫ বল!

এর আগে টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ডটা ছিল মালয়েশিয়ার ম্যাস এলিসার। এ বছরের জানুয়ারিতে চীনের নারী দলের বিপক্ষে ৩ রান দিয়ে ৬ উইকেট পেয়েছিলেন তিনি। অবশ্য সেজন্য ৪ ওভার বোলিং করেছিলেন এলিসা। বিপরীতে নতুন রেকর্ড গড়তে অঞ্জলির লেগেছে মাত্র ২.১ ওভার। ২৪ বছর বয়সী এই পেসারের শিকার হওয়া মালদ্বীপের ছয় ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেননি।

১০.১ ওভারে মাত্র ১৬ রানে মালদ্বীপকে অলআউট করে ৫ বল খেলে জয় নিশ্চিত করে স্বাগতিক নেপাল। দুর্দান্ত জয়ের পর নেপাল ক্রিকেট তাদের অফিসিয়াল টুইটারে অভিনন্দন জানিয়েছে অঞ্জলিকে, ‘নেপালের অঞ্জলি চাঁদ মেয়েদের টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন। কোনও রান না দিয়ে ৬ উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন মালয়েশিয়ান ম্যাস এলিসাকে, যার বোলিং ফিগার ছিল ৬/৩। এটা আবার ছিল অঞ্জলির প্রথম আন্তর্জাতিক ম্যাচ।’

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ডটা দীপক চাহারের। গত মাসেই বাংলাদেশের বিপক্ষে নাগপুরের ম্যাচে ৭ রান দিয়ে পেয়েছিলেন ৬ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
গরমে খান দইয়ের এই ৫ শরবত
গরমে খান দইয়ের এই ৫ শরবত
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও