X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

চারদিনের টেস্টের পক্ষে নন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২০, ০১:৪২আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০১:৪৮

চারদিনের টেস্টের পক্ষে নন মুশফিক আন্তর্জাতিক সূচির চাপ ও খেলোয়াড়দের ক্লান্তি কমাতে টেস্টকে চারদিন করার পরিকল্পনা আইসিসির। তবে এর বিরোধিতা করেছেন সাবেক-বর্তমান অনেক ক্রিকেট তারকাই। শচীন টেন্ডুলকার, ইয়ান বোথাম, মাহেলা জয়াবর্ধনে থেকে শেন ওয়াটসন, বিরাট কোহলি- সবাই এর বিরুদ্ধে অবস্থান করেছেন। তাদের সঙ্গে সুর মিলিয়েছেন দীর্ঘমেয়াদে বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকা মুশফিকুর রহিমও।

শুক্রবার বিপিএল ফাইনালের পর সংবাদ সম্মেলনে মুশফিক তার অবস্থান তুলে ধরেছেন এভাবে, ‘চারদিনের টেস্ট হওয়ার তো প্রশ্নই ওঠে না। অন্য যারা ৫ দিনের টেস্টকে সমর্থন করেছেন আমিও তাদের সঙ্গে একমত। টেস্ট ক্রিকেটের সৌন্দর্যই পাঁচদিনের। আমার তো ইচ্ছে করে ৬/৭ দিন টেস্ট খেলতে। বেশিরভাগ ম্যাচেই কিন্তু পাঁচদিনে চা বিরতির পর গিয়ে ফল হয়েছে। চারদিন হলে তো ফল হওয়ার সুযোগ থাকবে না। হয়তো খেলার ধরণে কিছু পরিবর্তন থাকবে। আমি মনে করি টেস্ট ক্রিকেট অবশ্যই পাঁচদিনের হওয়া উচিত।’

গত অক্টোবরে ১৩ দফা দাবিতে ধর্মঘট ডেকেছিলেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। তার প্রেক্ষাপটে গত ১২ জানুয়ারি বোর্ড সভার অনুমোদনে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী টেস্ট ম্যাচের ফি বাড়িয়ে ৬ লাখ টাকা নির্ধারণ করেছে বিসিবি। ওয়ানডে ম্যাচ ফিও ২ লাখ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ টাকায়। টি-টোয়েন্টি ম্যাচ ফি করা হয়েছে ২ লাখ টাকা। সব ফরম্যাটে না হলেও টেস্ট ক্রিকেটে এভাবে ম্যাচ ফি বাড়ানো ক্রিকেটারদের মধ্যে আগ্রহ তৈরি করবে বলে মনে করেন মুশফিক,‘এটা খুব ভালো দিক। টেস্ট ক্রিকেট বড় একটা মঞ্চ। বিসিবির এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটকে ঊর্ধ্বমুখী করবে। টেস্ট ক্রিকেট খেলে একজন ক্রিকেটার মূল্যায়নের পাশাপাশি আর্থিকভাবে লাভবানও হতে পারবে। সবার মধ্যে আগ্রহ তৈরি হবে। সবাই টেস্ট ক্রিকেটের প্রতি বাড়তি নজর দেবে।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
নিউইয়র্ক জালিয়াতি মামলাজরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
বাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
পরিবহন মালিক সমিতির হুঁশিয়ারিবাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই