X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে আকবররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ২১:২১আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:৩০

বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ম্যাচ। পাকিস্তানের সঙ্গে মাহমুদউল্লাহরা পারেননি। একই পরিণতি হতে পারতো আকবরদেরও। তবে বৃষ্টির আশীর্বাদে সেটা আর হয়নি। দুইবার বৃষ্টির বাধায় গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে  ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো লাল-সবুজ জার্সিধারীরা। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা!

আফগানিস্তানের সঙ্গে হেরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা শুরু করেছিল টুর্নামেন্ট। পরে অবশ্য কানাডার সঙ্গে জিতে ২ ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে তারা। শনিবার আরব আমিরাতের বিপক্ষে জিতলেই ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে প্রোটিয়ারা। তবে হেরে গেলে আরব আমিরাত কোয়ার্টার ফাইনালে উঠে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে যাবে আরব আমিরাত। আফগানিস্তানের সঙ্গে হারলেও আরব আমিরাতের সঙ্গে পা হড়কানোর সম্ভবানা ক্ষীণই বলা চলে। এই গ্রুপ থেকে ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান।

শুক্রবার বৃষ্টির কারণে এমনিতেই ম্যাচটি গড়ায় কার্টেল ওভারে। নির্ধারিত ৩৭ ওভারের ম্যাচের কঠিন কন্ডিশনে টস হেরে ব্যাটিং করাটাও ছিলো চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ উৎরাতে পারেনি বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশকে রক্ষা করে ফের বৃষ্টিই। ২৫ ওভারে ৯ উইকেট ১০৬ রান তুলতেই ফের বৃষ্টি নামে। শেষ পর্যন্ত বৃষ্টি না কমায় ম্যাচটি আর মাঠে গড়ায়নি।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলেন ওপেনার তানজিদ হাসান। ৩৫ বলে ৩ চার ও ১ ছয়ে তামিম তার ৩৪ রানের ইনিংসটি সাজিয়েছেন। মৃত্যুঞ্জয়ের বদলি হিসেবে সুযোগ পাওয়া অভিষেক দাস খেলেন ২০ রানের ইনিংস। শাহাদাত হোসেন ১৬ রান নিয়ে অপরাজিত থাকেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে আমির খান সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া আব্বাস আফ্রিদি নিয়েছেন তিনটি উইকেট এবং আমির আলী নিয়েছেন একটি উইকেট।

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে