X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘হিরো আসে-যায়, কিংবদন্তি বেঁচে থাকে চিরকাল’

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, ২০:০৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২২:৫৯

‘হিরো আসে-যায়, কিংবদন্তি বেঁচে থাকে চিরকাল’ ২৭ জানুয়ারি ২০২০। আজকের দিনটি বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য ভীষণ শোকের। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মাত্র ৪১ বছর বয়সে মারা গেছেন কোবি ব্রায়ান্ট। বাস্কেটবলের সর্বকালের সেরাদের একজন হলেও ক্রীড়াঙ্গনের অন্য খেলার দুনিয়াতেও তার জনপ্রিয়তা অনেক। স্বভাবতই ফুটবল-ক্রিকেটের আকাশেও নেমে এসেছে শোকের ছায়া।    

ইনস্টাগ্রামে মেসির পোস্ট লিওনেল মেসির সঙ্গে তার সখ্যতা পুরোনো। একসঙ্গে বিজ্ঞাপনে কাজও করেছেন। তাছাড়া ফুটবলপ্রীতি থাকায় মেসির প্রতি ভালোবাসাও ছিল বেশি। সেই ব্রায়ান্টের মৃত্যু কিছুতেই মানতে পারছেন না আর্জেন্টাইন তারকা, ‘ভাষা হারিয়ে ফেলেছি... কোবির পরিবার ও তার বন্ধুদের জন্য আমার ভালোবাসা। তোমার সঙ্গে দেখা হওয়া ও দারুণ কিছু সময় কাটানো ছিল আমার জন্য আনন্দময় মুহূর্ত। তুমি সত্যিকারের জিনিয়াস।’

টুইটারে রোনালদোর পোস্ট ক্রিস্টিয়ানো রোনালদোও শোকাহত। টুইটারে জুভেন্টাস উইঙ্গার লিখেছেন, ‘কোবি ও তার মেয়ে জিয়ান্নার মৃত্যুর খবর শুনে ভীষণ খারাপ লাগছে। কোবি ছিল সত্যিকালের কিংবদন্তি এবং অনেকের অনুপ্রেরণা। তার পরিবার ও বন্ধু এবং দুর্ঘটনায় যে সব পরিবার তাদের ভালোবাসার মানুষ হারিয়েছে, তাদের সবার প্রতি আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও কিংবদন্তি।’

বিরাট কোহলির ইনস্টাগ্রাম পোস্ট ক্রিকেটাঙ্গনও শোকে পাথর। ছোট থেকে যার খেলা দেখে এসেছেন, সেই কিংবদন্তির অকাল প্রয়াণে শোকার্ত বিরাট কোহলি। ইনস্টাগ্রামে ভারতীয় অধিনায়ক লিখেছেন, ‘প্রচণ্ড ধাক্কা খেয়েছি খবরটা শোনার পর। তাকে নিয়ে শৈশবের কত না স্মৃতি। সকাল সকাল উঠে কোর্টে তার জাদুকরী খেলা দেখতাম মুগ্ধ নয়নে। জীবনটা কেমন অপ্রত্যাশিত ও পরিবর্তনশীল! দুর্ঘটনায় তার মেয়ে জিয়ান্নাও মারা গেছে। আমার হৃদয় ভেঙে গেছে। শান্তিতে ঘুমান। তার পবিবারের প্রতি সমবেদনা।’

শচীন টেন্ডুলকারের টুইট শচীন টেন্ডুলকারও হতবাক। ক্রিকেট কিংবদন্তি বাস্কেটবল কিংবদন্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এভাবে, ‘কোবি ব্রায়ান্ট, তার মেয়ে ও হেলিকপ্টারে থাকা অন্যদের দুঃখজনক মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। তার পরিবার, বন্ধু ও ভক্তদের জন্য আমার সমবেদনা।’

কাগিসো রাবাদার টুইট ‘হিরো আসে-যায়, কিংবদন্তি বেঁচে থাকে চিরকাল’- লেখা ব্রায়ান্টের একটি ছবি পোস্ট করে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার টুইট, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেছেন, তবে কীর্তি রেখে গেলেন চিরদিনের জন্য। শান্তিতে ঘুমান কিংবদন্তি।’ সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ইনস্টাগ্রাম পোস্টেও প্রায় একই কথা, ‘শান্তিতে ঘুমাও কোবি ব্রায়ান্ট ও তার প্রিয় মেয়ে জিয়ান্না!! কোর্টে তার খেলা সারাজীবন মনে থাকবে। তার পরিবারের প্রতি সমবেদনা।’

আমেরিকান কিংবদন্তিরই একটি বাণী দিয়ে শ্রীলঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে শোক জানিয়েছেন টুইটারে, ‘ব্যর্থতায় যদি তুমি ভয় পাও, তাহলে হয়তো সত্যিই তুমি ব্যর্থ হবে।’ সত্যি ভীষণ যন্ত্রণার। আরেকটি কোবি কখনও আসবে না। কোর্টের ভেতর ও বাইরে সবার জন্য অনুপ্রেরণা, শান্তিতে ঘুমাও।’ ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের টুইট, ‘বিশ্ব ক্রীড়াঙ্গনের সত্যিকারের কিংবদন্তি! শান্তিতে ঘুমাও প্রিয় কোবি ও তার মেয়ে। ঈশ্বর, কঠিন এই সময়ে তার পরিবারকে ধৈর্য ধরার শক্তি দাও।’

শেন ওয়ার্নের টুইট অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের বিশ্বাসই হচ্ছে না খবরটা, ‘হেলিকপ্টার দুর্ঘটনায় কোবি ব্রায়ান্ট ও তার ১৩ বছর বয়সী মেয়ের মৃত্যুর খবরে আর সবার মতো আমিও স্তব্ধ, হতবাক ও শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা ও কঠিন এই সময়ে থাকলো ভালোবাসা।’ স্তব্ধতা নেমে এসেছে ভারতের সাবেক ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের মধ্যেও, ‘কোবি ব্রায়ান্টের চলে যাওয়ার খবর শুনে আমি স্তব্ধ। সত্যিকারের কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড়, আমাদের শিখিয়েছে জীবন কতটা দামি। শান্তিতে ঘুমাও কিংবদন্তি।’

ভিভিএস লক্ষ্মণের টুইট আরেক সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের টুইট, ‘আমার ভাবনা ও ভালোবাসা ব্রায়ান্ট পরিবার ও এই ট্র্যাজেডিতে জড়িত অন্যদের জন্য। কোবি ছিল আইকন ও অনেক অ্যাথলেটের এগিয়ে যাওয়ার প্রেরণা। তার অনাকাঙ্ক্ষিত চলে যাওয়াটা বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য বিশাল ক্ষতি।’ সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার ছোট করে লিখেছেন, ‘এক কিংবদন্তিতে হারালাম। শান্তিতে ঘুমাও কোবি ব্রায়ান্ট।’

ড্যারেন সামির টুইট ক্যারিবিয়ান অলরাউন্ডার ড্যারেন সামি জানেন, কিংবদন্তির মৃত্যু নেই। এরপরও ব্রায়ান্টকে হারানোটা তার কাছে ‘নরকের যন্ত্রণা’র মতো। টুইটারে সেই যন্ত্রণা প্রকাশ করেছেন তিনি এভাবে, ‘হিরো আসে-যায়, কিংবদন্তি বেঁচে থাকে চিরকাল। কিন্তু এই যন্ত্রণা নরকের মতো। ভীষণ কষ্টের দিন। শান্তিতে ‍ঘুমাও কোবি ব্রায়ন্ট, তুমি আমাদের সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছো। ‍যারা তাদের ভালোবাসার মানুষদের হারিয়েছেন, ঈশ্বর সেই সব পরিবারের সহায় হোন।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া