X
শনিবার, ১১ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

রোহিত বলছেন, তার দুই ছক্কায় জেতেনি ভারত

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২০, ১৬:১৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৬:৩৯

রোহিত বলছেন, তার দুই ছক্কায় জেতেনি ভারত শেষ ওভারে জিততে ৯ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। টি-টোয়েন্টি ক্রিকেটে হিসাবটা মিলিয়ে দেওয়া মোটেও কঠিন নয়। কিন্তু হ্যামিল্টনে স্বাগতিকদের সেটাই করতে দিলেন না মোহাম্মদ শামি। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ টেনে নিয়ে যান তিনি টাইয়ে। শেষমেশ সুপার ওভারে গিয়ে রোহিত শর্মার টানা দুই ছক্কায় ভারত জিতে নেয় ম্যাচ। যদিও রোহিত তার দুই ছক্কাকে পেছনে রেখে জয়ের নায়ক হিসেবে উপস্থাপন করেছেন শামির দুর্দান্ত বোলিংকে।

হ্যামিল্টনের ম্যাচ জিতে দুই ম্যাচ হাতে রেখে ৩-০তে সিরিজ জিতে নিয়েছে ভারত। শ্বাসরুদ্ধকর ম্যাচের পর সুপার ওভারের নাটকে ক্রিকেট বিশ্ব দেখেছে চমৎকার এক ম্যাচ। যদিও ম্যাচটি সুপার ওভারে যাই-ই না। শেষ ওভারে যখন ৯ রান দরকার কিউইদের, ক্রিজে তখন কেন উইলিয়ামসন ও রস টেলর। কিন্তু পারেননি তারা। অভিজ্ঞ দুই ব্যাটসম্যানের বিপক্ষে বল করে ম্যাচ সুপার ওভারে নিয়ে যাওয়া শামিকেই সব কৃতিত্ব দিচ্ছেন রোহিত।

ম্যাচ শেষে ভারতীয় ওপেনার বলেছেন, ‘আমার মতে মোহাম্মদ শামির শেষ ওভারটা ভীষণ গুরুত্বপূর্ণ। আসলে আমার দুই ছক্কায় নয়, তার বোলিংয়েই আমরা জিততে পেরেছি। শামির ওভারটাই সব করে দিয়েছে, যেখানে আমরা তাদের ৯ রান নিতে দেইনি।’

ভীষণ চাপের মধ্যে বোলিং করাটাই যেখানে কঠিন, সেখানে শামির সামনে ছিলেন নিউজিল্যান্ড তো বটেই ক্রিকেট বিশ্বেরই অন্যতম সেরা দুই ব্যাটসম্যান উইলিয়ামসন ও টেলর। এজন্য শামিকে আরও বাহবা দিচ্ছেন রোহিত, ‘উইকেটের অবস্থা খুব ভালো ছিল, আর ক্রিজে ছিল দুই সেট ব্যাটসম্যান। একজন (উইলিয়ামসন) ব্যাট করছিল ৯৫ রানে, আর অন্য পাশে ছিল তাদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান (টেলর)। শামিকে অভিনন্দন ওই দুর্দান্ত ওভারের জন্য এবং আমাদের ম্যাচে ফিরিয়ে খেলা সুপার ওভারে নিয়ে যাওয়ার জন্য।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর সাগর থেকে মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর সাগর থেকে মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও