X
শনিবার, ১১ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

আকবর-হৃদয়কে রংপুর সিটির ‘উপহার’

লিয়াকত আলী বাদল, রংপুর
২৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪২

আকবর ও হৃদয়কে ক্রেস্ট তুলে দেয় রংপুর সিটি করপোরেশন রংপুরে এবার উষ্ণ নাগরিক সংবর্ধনা পেলেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী আকবর আলী ও জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন মুহতাসিন আহমেদ হৃদয়। রবিবার রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। তাদের পরিবারের জন্য আজীবন পানি ও হোল্ডিং ট্যাক্স ফি ফ্রি করার ঘোষণা দেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মাঠে গণসংবর্ধনার আয়োজন করা হয়। শুরুতেই তাদের হাতে ক্রেস্ট, সনদ, নগদ অর্থ তুলে দেন রংপুর সিটি মেয়র। পরে নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক কাউন্সিলর সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোস্তাফিজার রহমান। আরও বক্তব্য দেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, আকবরের বাবা মোহাম্মদ মোস্তফা, হৃদয়ের বাবা ফরহাদ আলীসহ শহরের বিশিষ্টজনরা।

সিটি মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘আকবর ও হৃদয় জাতীয় বীর। তাদের সম্মান দেওয়া সিটি করপোরেশনের মৌলিক দায়িত্ব। সেই দায়িত্বের অংশ হিসেবেই এ নাগরিক সংবর্ধনা।’ তিনি বলেন, ‘সিটি করপোরেশন আকবর ও হৃদয়ের পরিবারের হোল্ডিং ট্যাক্স ও পানির বিল না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিটি করপোরেশন যতদিন থাকবে, ততদিন তাদের দুই পরিবারের কাছ থেকে এই বিল নেওয়া হবে না।’

বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো আকবর বলেন, ‘আমি বিশ্বকাপ জয় করেই ভেবেছিলাম, দেশে গেলে একটা কিছু হবে। কিন্তু তা যে এত বড় হবে কল্পনাতেই আনতে পারিনি। বিশেষ করে আমার জন্মস্থান রংপুরবাসী আমাকে যেভাবে সংবর্ধনা দিয়েছে তাতে আমি মুগ্ধ, আবেগ আপ্লুত। আমি সিটি মেয়র এবং রংপুরবাসীর প্রত্যাশা অনুযায়ী আমার খেলার সেরাটা দিয়ে ক্রিকেট দুনিয়ার সব চেয়ে বড় অর্জন ছিনিয়ে আনতে চাই। সেজন্য সবাই দোয়া করবেন।’

জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন মুহতাসিন আহমেদ বলেন, ‘সিটি করপোরেশনের প্রতি আমি ও আমার পরিবার আজীবন কৃতজ্ঞ থাকবো। মেয়র ও রংপুরবাসীর চাওয়া অনুযায়ী আমি আমার সমস্ত মনোযোগ এই খেলায় দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার অঙ্গীকার করলাম।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর সাগর থেকে মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর সাগর থেকে মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র