X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘লড়াইটা জিদান-গার্দিওলার নয়, রিয়াল-ম্যানসিটির’

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৯

বার্নাব্যুতে মুখোমুখি হবেন জিদান ও গার্দিওলা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। কিন্তু দুই দলকে ছাপিয়ে আলোচনা চলছে টাচলাইনে জিনেদিন জিদান ও পেপ গার্দিওলার লড়াই নিয়ে। তবে রিয়াল কোচ স্পষ্ট করে জানিয়ে দিলেন, লড়াইটা তাদের মধ্যে নয়।

রিয়ালকে ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতান জিদান। আর বার্সাকে দুইবার ইউরোপ সেরা করে সফল কোচ হিসেবে খ্যাতি পেয়েছেন গার্দিওলা। অবশ্য বায়ার্ন মিউনিখ ও ম্যানসিটিতে এ সাফল্য স্প্যানিশ কোচকে ধরা দেয়নি। তবে আবার যখন তিনি ফিরছেন স্পেনে, তখন উত্তাপ ছড়ানো স্বাভাবিক।

প্রথমবার কোচ হিসেবে গার্দিওলার মুখোমুখি হওয়ার বেলায় জিদানে বললেন, ‘এটা রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি; গার্দিওলা বনাম জিদানে- এমন ধারণার কিছুই নেই। এটা একটা ফুটবল ম্যাচ এবং সবাই এভাবেই খেলাটা দেখতে চায়। এটা দারুণ প্রতিদ্বন্দ্বিতা এবং আমরাও এমন ম্যাচই চেয়েছিলাম, তাই ভালো লাগছে। আমি জানি না এটাকে ক্লাসিকো ভাবা হচ্ছে কিনা, কিন্তু নিশ্চিতভাবে এটা দারুণ একটা ম্যাচ।’

নানা জটিলতা মাথায় নিয়ে বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের মুখোমুখি হবে ম্যানসিটি। প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় পরের দুই মৌসুম নিষিদ্ধ। অন্যদিকে গত দুটি ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছে রিয়াল, হারিয়েছে লা লিগার শীর্ষস্থান। ছন্দে ফিরতে এ ম্যাচে চোখ জিদানের, ‘প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে আমাদের জানা আছে। তারা খুব ভালো দল। তাদের মতো করে খেলবে তারা, তাই আমাদের ভালো একটা ম্যাচ খেলতে হবে। আগের দুই ম্যাচের নেতিবাচক ফলাফলের দিকে তাকানো যাবে না। আগামীকাল (বুধবার) আমাদের ভালো করতে হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী