X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে যাবেনই না মুশফিক, নেতৃত্ব নিয়ে ভাবছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৭

পাকিস্তানে যাবেনই না মুশফিক, নেতৃত্ব নিয়ে ভাবছেন নিষেধাজ্ঞায় আপাতত বাংলাদেশের ক্রিকেটের দৃশ্যপটে নেই সাকিব আল হাসান। তার চোট কিংবা বিশ্রামে টেস্ট ও টি-টোয়েন্টিতে বেশ কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। কিন্তু তার নিজেরই এখন টেস্ট দলে জায়গা হচ্ছে না! ওদিকে মুশফিকুর রহিম নেতৃত্ব ছাড়ার পর থেকে দায়িত্ব নিতে অনাগ্রহী। সব মিলিয়ে অধিনায়কত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে।

তবে অধিনায়কত্ব নিয়ে বিসিবির এই উদ্বেগ অল্পদিনের মধ্যে দূর হয়ে যেতে পারে। সেটি দূর করতে একটু আশার আলো জ্বেলে দিলেন যেন মুশফিক। ২০১৭ সালে শেষবার বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া এই উইকেটকিপার-ব্যাটসম্যান অধিনায়কত্বের প্রস্তাব পেলে ভেবে দেখবেন। বেসরকারি টেলিভিশন এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেতৃত্বের ব্যাপারে ইতিবাচক মন্তব্যই করেছেন সাবেক অধিনায়ক।

২০১১ সালে দায়িত্ব পেয়ে টেস্টে সর্বোচ্চ ৩৪ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন মুশফিক। তবে ২০১৭ সালে দায়িত্ব ছাড়ার পর অধিনায়কত্ব নিয়ে আর আগ্রহ দেখাননি। এই সেদিন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পাওয়ার পর সম্ভবত চিন্তা-ভাবনায় পরিবর্তন এসেছে তার।

অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাবছেন ওয়ানডেতে ৩৭ ম্যাচে অধিনায়কত্ব করা মুশফিক, ‘এটা (অধিনায়কত্ব) তো আর আমার হাতে নেই। এটা আসলে অনেক সম্মানের। সবারই একটা স্বপ্ন থাকে নিজের দেশের প্রতিনিধিত্ব করার এবং নিজের দেশকে নেতৃত্ব দেওয়ার।’

আবারও যদি সুযোগটা আসে, তাহলে? মুশফিক একটা বার্তা দিয়ে রাখলেন বিসিবিকে, ‘এই (অধিনায়কত্ব করার) সুযোগ তো আর সবার কাছে আসে না। যদি ভবিষ্যতে এমন প্রস্তাব আসে, তাহলে হয়তো আমি ভেবে দেখতে পারি।’

নেতৃত্ব নিয়ে ভবিষ্যতে ভাবলেও একটা সিদ্ধান্ত কিন্তু নিয়েই রেখেছেন মুশফিক, পাকিস্তানে যাবেন না। তিন দফার পাকিস্তান সফরের প্রথম দু’বার যাননি, তৃতীয় ধাপেও যাবেন না। বোর্ড সভাপতি নাজমুল হাসানের সমালোচনার মুখেও নিজের সিদ্ধান্তে অনড় তিনি, ‘পাকিস্তানের ব্যাপারে আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি এবং তারা (বিসিসি) সেটি মেনেও নিয়েছে। আমি আমার সিদ্ধান্তের ব্যাপারে পরিষ্কার, ভবিষ্যতেও এটা বদলাবে না। পাকিস্তানে যারা যাবে, তাদের জন্য শুভকামনা।’

বিসিবি নতুন অধিনায়ক খুঁজছে। সাকিবের নিষেধাজ্ঞায় মাহমুদউল্লাহকে টি-টোয়েন্টি, আর মুমিনুল হককে দেওয়া হয়েছে টেস্টের নেতৃত্ব। বিদায়ের সুর বাজছে ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজার। বিসিবিই বলে দিয়েছে, জিম্বাবুয়ে সিরিজই অধিনায়ক মাশরাফির শেষ অভিযান। অধিনায়কত্ব নিয়ে তাই এখনই দীর্ঘমেয়াদি চিন্তা বিসিবির।

মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তার আগেই অধিনায়কের জায়গাটি চূড়ান্ত করতে চায় বিসিবি, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন তেমনটাই, ‘শুরুটা আয়ারল্যান্ড সিরিজ থেকেই হোক, কিন্তু তার আগেই সব ঠিক করতে হবে। অধিনায়কত্বের বিষয়টিও এখন থেকে ভাবতে হবে। অবশ্যই লম্বা সময়ের পরিকল্পনা জরুরি।’

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!