X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

আর্জেন্টাইন বার্কোস ব্রাজিলে ‘ঘরবন্দি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ১৯:৩৩আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৯:৩৩

বসুন্ধরা কিংস স্ট্রাইকার হার্নান বার্কোস করোনাভাইরাসের কারণে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কোচ ও খেলোয়াড়েরা কাটাচ্ছেন অলস সময়। স্থানীয়রা নিজ বাসায় যেতে পারলেও বিদেশি কোচ ও খেলোয়াড়েরা রয়ে গেছেন যে যার ক্লাবে। তবে ব্যতিক্রম শুধু হার্নান বার্কোস। এএফসি কাপ স্থগিতের পরই বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন স্ট্রাইকার চলে গেছেন ব্রাজিলে। তবে সেখানেও তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

এবারই প্রথম এএফসি কাপে খেলছে বসুন্ধরা কিংস। এশিয়ার লড়াইয়ের জন্য তারা আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনেছে স্ট্রাইকার বার্কোসকে। প্রতিযোগিতাটির প্রথম ম্যাচে আস্থার প্রতিদানও দিয়েছেন বার্কোস, মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পথে একাই করেছিলেন ৪ গোল।
গত সপ্তাহে তিনি ঢাকা ছেড়েছেন। ব্রাজিলে গিয়েছেন স্ত্রীর কাছে। তবে সেখানে গিয়ে ‘ঘরবন্দি’ জীবন কাটাতে হচ্ছে বার্কোসকে। এরপরও নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন, কেননা দলের একমাত্র বিদেশি হিসেবে ঢাকা ছাড়তে পেরেছেন এই আর্জেন্টাইন । বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনসহ বাকিরা ঢাকাতেই আছেন।

বার্কোস প্রসঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এএফসি কাপ স্থগিত হয়ে যাওয়ায় বার্কোসও ঢাকা ছেড়েছেন। আমরা তাকে ব্রাজিলে যাওয়ার অনুমতি দিয়েছি। তবে সেখানে তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। বাকি বিদেশিদের ক্লাবেই থাকতে হচ্ছে। এছাড়া এই মুহূর্তে কিছু করারও নেই। ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তারা ঢাকা ছাড়তে পারছেন না।’

বার্কোস যে শুধু ফুটবলার, তা কিন্তু নয়। মাঠের ফুটবলের সঙ্গে রিয়েলস্টেট ব্যবসায়ীও। আর্জেন্টাইন স্ট্রাইকারের নিজের কোম্পানির নামে বিশ্বের বিভিন্ন জায়গায় আছে ৬৮টি বাড়ি। সেখানে তার থাকার জন্য আলাদা ফ্লাটও আছে। এ প্রসঙ্গে ইমরুল বলেছেন, ‘বার্কোসের রিয়েলস্টেট ব্যবসা আছে। তাই তার কোম্পানির নামে অনেক দেশেই বাড়ি আছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক