X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস: ইংলিশ ফুটবলে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২০, ২১:৪৮আপডেট : ২৪ মে ২০২০, ২১:৪৮

করোনাভাইরাস: ইংলিশ ফুটবলে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে সবশেষ সংযোজন হাল সিটি। করোনাভাইরাসে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটির দুজনের শরীরে কারোনাভাইরাস ধরা পড়েছে। এর আগে প্রিমিয়ার লিগের দল বোর্নমাউথের দুই খেলোয়াড় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে ইংলিশ ফুটবলে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাতে প্রশ্নটা আরও জমা বাঁধছে- ইংলিশ ফুটবল শুরু হবে তো?

মাঠে ফেরার লক্ষ্যে সবার আগে অনুশীলনে ফিরেছে প্রিমিয়ার লিগের দলগুলোর। তাদের করোনা পরীক্ষা হয়েছে ১৯ মে থেকে। প্রথম ধাপে ৭৪৮ খেলোয়াড় ও স্টাফের পরীক্ষায় ৬ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। দ্বিতীয় ধাপে গত সপ্তাহের মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পরীক্ষা করা হয় ৯৯৬ খেলোয়াড় ও স্টাফের। সেই পরীক্ষার ফলাফলে দুই খেলোয়াড়ের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে বোর্নমাউথ।

প্রিমিয়ার লিগের ক্লাবটি অবশ্য খেলোয়াড়দের নাম প্রকাশ করেনি। তাদের শরীরে করোনার উপসর্গ দেখা যায়নি। এখন ওই দুই খেলোয়াড়কে সাত দিনের আইসোলেশনে রেখেছে বোর্নমাউথ। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮-এ।

ইংল্যান্ডের শীর্ষ লিগের সঙ্গে দ্বিতীয় স্তরের প্রতিযোগিতাতেও হানা দিয়েছে করোনা। দ্বিতীয় বিভাগের দল হাল সিটির দুজন আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ রোগে। রবিবার বিষয়টি নিশ্চিত করেছে হাল সিটি। অবশ্য তাদের নাম গোপন রেখেছে ক্লাবটি। ইংলিশ ফুটবল লিগের নিয়ম মেনে দুজনকে সাত দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে।

দ্বিতীয় স্তরের ২৪ দলের ১ হাজার খেলোয়াড় ও স্টাফের করোনা পরীক্ষা করা হয়, সেখান থেকে হাল সিটিই প্রথম আক্রান্তের খবর দিয়েছে।

ফুটবল মাঠে ফেরাতে অনুশীলন শুরু হয়েছে ইংল্যান্ডে। খেলোয়াড়রা আলাদা হয়ে অনুশীলন করছেন, সেখানেই হচ্ছে তাদের করোনা পরীক্ষা। লক্ষ্য, জুনেই প্রিমিয়ার লিগ মাঠে ফেরানো। কিন্তু আক্রান্তের সংখ্যা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের জন্য!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি