X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

আগস্টেই শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ?

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২০, ১৭:২৩আপডেট : ০২ জুলাই ২০২০, ১৭:২৭

আগস্টেই শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ? করোনাভাইরাসের কারণে দেশের একমাত্র বিমানবন্দরটি শ্রীলঙ্কা সরকার ১ আগস্টের আগে খুলবে না। তারপরও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আগামী ৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ এলপিএল আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

শ্রীলঙ্কা ক্রিকেট ক্রীড়া মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে। কিন্তু দেশের আন্তর্জাতিক সীমান্তই যদি বন্ধ থাকে বিদেশি ক্রিকেটাররা খেলতে আসবে কীভাবে? বিমানবন্দর খোলা না-খোলার সিদ্ধান্তের ওপরই তাই  নির্ভর করছে এলপিএলের ভাগ্য।

‘আমরা আশা করছি মহামান্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসার সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে আলোচনায় একটা সিদ্ধান্ত আমরা পৌছাঁতে পারবো’- ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভাকে উদ্ধৃত করেছে এভাবে।

অ্যাশলি ডি সিলভার কথাতেই পরিষ্কার যে শ্রীলঙ্কা ক্রিকেট এই টি-টোয়েন্টি লিগে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ চায়, ‘এই অঞ্চলের অন্য দেশগুলোর তুলনায় করোনাভাইরাসের বিস্তার রোধে শ্রীলঙ্কা খুব ভালো করেছে। আর এ জন্যই আমরা খুব করে চাই এই টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়েরা অংশগ্রহণ করুক।’ শ্রীলঙ্কায় মাত্র ২০০০ জন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয় যাদের মধ্যে ১৭০০ জনই সুস্থ হয়ে গেছেন।

ফ্রাঞ্চাইজিভিত্তিক এলপিএলে পাঁচটি দল অংশ নেবে বলে আশা করা হচ্ছে। সেই ২০১৮ সাল থেকেই অবশ্য এলপিএল আয়োজনের তোড়জোড় চলছে যা এখনও পর্যন্ত আলোর মুখ দেখতে পায়নি। শ্রীলঙ্কা ক্রিকেট এখনও ফ্রাঞ্চাইজি মালিকানা নির্ধারণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। নিলামের মাধ্যমে ক্রিকেটারদের দলভুক্তির কাজটাও করতে বাকি। প্রতিটি দল সর্বোচ্চ ছয়জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে, যাদের মধ্যে একাদশে সুযোগ পাবে সর্বোচ্চ চারজন। এলপিএল কত লম্বা হবে সেটি এখনও ঠিক হয়নি। এটি নির্ভর করছে ভারতের আগস্টে প্রস্তাবিত শ্রীলঙ্কার সফরে ওপর। ‘এই মুহূর্তে আমরা ভাবছি ২৩ ম্যাচের লিগ হবে। কিন্তু ভারত আগস্টের সফরে রাজি হলে সম্ভবত লিগটা হয়ে যাবে ১৩ ম্যাচের’-বলেছেন ডি সিলভা।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক