X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বড় ভাই করোনা ‘পজিটিভ’, কোয়ারেন্টিনে সৌরভ

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২০, ১৫:১৫আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৫:৩২

বড় ভাই স্নেহাশিসের সঙ্গে সৌরভ করোনাভাইরাস থাবা বসিয়েছে সৌরভ গাঙ্গুলির পরিবারে। ‘পজিটিভ’ হয়েছেন তার বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি। কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আর একই বাড়িতে থাকায় সৌরভ রয়েছেন হোম কোয়ারেন্টিনে।

সৌরভ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি। আর তার বড় ভাই স্নেহাশিস ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সেক্রেটারি। সিএবির এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‍বুধবার রাতে স্নেহাশিসের করোনা পরীক্ষায় ফল ‘পজিটিভ’ এসেছে এবং ভর্তি করা হয়েছে কলকাতার এক হাসপাতালে। সৌরভের বড় ভাই নিজেও সাবেক ক্রিকেটার।

এ ব্যাপারে সৌরভের কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে তার কাছের একজন পিটিআইকে বলেছেন, ‘বুধবার সন্ধ্যায় রিপোর্ট এসেছে। স্বাস্থ্যগত দিক থেকে সৌরভকেও হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। আসলে তার পরিবারের সবাই এখন কোয়ারেন্টিনে।’

স্নেহাশিসের হালকা জ্বর ছাড়া আর কোনও সমস্যা নেই। এরপরও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থাকে তেমনটাই জানিয়েছেন সিএবির এক কর্তা, ‘তিনি (স্নেহাশিস) কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। এখন জ্বর খুব একটা নেই। এছাড়া বাকি সব ঠিকই আছে।’

সৌরভের পরিবারের পাশাপাশি সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও রয়েছেন কোয়ারেন্টিনে। কারণ স্নেহাশিসের কাছাকাছি ছিলেন তিনিও। কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাবেক বিসিসিআই সভাপতি জাগমোহন ডালমিয়ার ছেলে, ‘হ্যাঁ, আমি কোয়ারেন্টিনে আছি।’

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ৪৮ বছর বয়সী সৌরভ জানিয়েছিলেন, তার পরিবারের মধ্যে সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে স্নেহাশিস। কারণ তাদের কারখানায় নিয়মিত যাতায়াত করা স্নেহাশিস অনেক মানুষের মধ্যে থাকেন সবসময়।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
এল ক্লাসিকোবার্সা চায় শিরোপার দৌড়ে ফিরতে, আরও কাছে যাওয়ার বাসনা রিয়ালের
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল