X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেখ কামালের জন্মদিন উদযাপনে আবাহনী ক্লাবের ওয়েবিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ আগস্ট ২০২০, ২২:৪২আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২৩:৪৬

আবাহনী লিমিটেড আয়োজিত ওয়েবিনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপনে এবার ওয়েবিনারের আয়োজন করেছে আবাহনী লিমিটেড। আগামীকাল বুধবার বিকাল ৫টায় শেখ কামালের প্রতিষ্ঠা করা দেশের অন্যতম ক্রীড়া সংগঠন আবাহনী লিমিটেড প্রথমবারের মতো এই ওয়েবিনারের আয়োজন করেছে।

ওয়েবিনারটি বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের চারটি ফেসবুক পেইজ থেকে একযোগে লাইভ সম্প্রচারিত হবে।

এই ওয়েবিনারে অংশ নেবেন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সংসদ সদস্য ও আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদুল হুমায়ূন, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, আবাহনী লিমিটেডের পরিচালক অঞ্জন চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও আবাহনীর পরিচালক নসরুল হামিদ বিপু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইন-চার্জ ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং আবাহনী ক্লাবের সমর্থক গোষ্ঠীর সভাপতি বেলায়েত হোসেন বাবু।

আয়োজনটি প্রসঙ্গে কাজী নাবিল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের ক্লাবের সভাপতি সালমান এফ রহমানের সিদ্ধান্ত অনুযায়ী করোনা মহামারির কারণে এ বছরের আলোচনা সভাটি ওয়েবিনারের মাধ্যমে করা হচ্ছে। যেখানে অংশ নিয়ে আমাদের পরিচালকমণ্ডলীর সদস্য ও অতিথিরা বক্তব্য রাখবেন।’

তিনি আরও বলেন, এছাড়া সারা দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এছাড়া পুষ্পস্তবক অর্পণ করা হবে শেখ কামালের প্রতিকৃতিতে।

কাজী নাবিল আহমেদ আশা করেন, এ মহামারির সময়ে এই আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শেখ কামালের অনবদ্য অবদান স্মরণ করতে পারবো এবং ক্রীড়াঙ্গনে আবাহনীকে এক প্রগতিশীল শক্তি হিসেবে তিনি যে প্রতিষ্ঠা দিয়ে গেছেন তাও ধারণ করতে পারবো।

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা