X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

২২ গজ মাতানোর অপেক্ষায় সাব্বির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২০, ১৮:২২আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৮:৩১

মিরপুরে সাব্বির রহমান। ঈদের সপ্তাহ খানেক আগে ব্যক্তিগত অনুশীলন করার সুযোগ মিললেও মাঠের ক্রিকেটে ফিরতে আরও অপেক্ষা করতে হবে ক্রিকেটারদের। তার পরেও অনুশীলনে ফিরতে পেরে তাদের ভালোই লাগছে। গত ৫ মাসের ‘বন্দি’ জীবন কাটিয়ে অন্তত মাঠেতো ফেরা গেছে। যেমন মাঠে ফিরে দারুণ খুশি সাব্বির রহমান। তবে তিনি আবারও ২২ গজ মাতানোর অপেক্ষাতে দিন কাটাচ্ছেন।

গত শনিবার থেকে দ্বিতীয় দফায় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে ঐচ্ছিক অনুশীলনে ফিরেছেন। নিজ শহর রাজশাহীতে এর আগে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ইনডোরে টুকটাক ব্যাটিং করলেও মিরপুরে গত দুইদিন ধরে পুরোদমে অনুশীলনে ফিরেছেন সাব্বির।

শনিবার দুপুর তিনটায় অনুশীলন শুরু করেছিলেন, রবিবার মাঠে নেমেছেন দুটা থেকেই। প্রায় এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করার পর রানিং ও জিম সেশন সেরেছেন। জাতীয় দলের হয়ে ৬৬ টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার পরে বলেছেন কতটা উন্মুখ হয়ে আছেন তিনি খেলার জন্য, ‘অনেক দিন ধরে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট বন্ধ আছে। করোনার কারণে আমরা অনেক দিনই গৃহবন্দি হয়ে ছিলাম। তাই সব খেলোয়াড়রাই অপেক্ষায় আছে, কবে খেলা শুরু হবে। অনেক দিন তো পার হয়ে গেছে। এই অবস্থায় নিজেকে উজ্জীবিত রাখছি খেলার জন্য। এখন নিজেকে ফিট ও ভালো রাখার জন্য অনুশীলন করছি। আশা করছি, খেলা শুরু হলে ভালো কিছু করতে পারবো।’

ইংল্যান্ড ক্রিকেট ফিরেছে। সাব্বির তাই আশাবাদী বাংলাদেশ দলও দ্রুত ফিরতে পারবে ক্রিকেটে, ‘ইংল্যান্ড ও পাকিস্তান এখন খেলছে। ওয়েস্ট ইন্ডিজও কিছুদিন আগে খেলেছে। দেখে ভালো লেগেছে খেলা তো শুরু হয়েছে। আমাদের দেশে কিংবা অন্যান্য দেশে সব কিছু ঠিকঠাক থাকলে, দ্রুত আমরাও আন্তর্জাতিক ম্যাচ খেলবো।’

এতদিনকার প্রস্তুতি নিয়ে সাব্বিরের কথা, ‘আমি ২৫ মার্চ রাজশাহী চলে গিয়েছিলাম। ওখানে অনুশীলনের সুযোগ পাইনি। করোনার কারণে ঘরেই ছিলাম। বাসায় কিছু জিম ওয়ার্ক করেছি। আস্তে আস্তে রাজশাহীর ইনডোরে কাজ করেছি। ওখানে যখন কেউ থাকতো না, তখন একা গিয়ে অনুশীলন করেছি। এছাড়া ক্লেমনের একটি জিম আছে। সেখানে একাই সন্ধ্যায় বা সকালে জিম করেছি। এছাড়া ইনডোরে ব্যাটিং-বোলিং করেছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন