X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ বাছাই স্থগিত: বাংলাদেশ কোচ বলছেন, সঠিক সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২০, ২১:৫৭আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৫৭

বিশ্বকাপ বাছাই স্থগিত: বাংলাদেশ কোচ বলছেন, সঠিক সিদ্ধান্ত ১৭ আগস্ট ইংলিশ কোচ জেমি ডের ঢাকায় আসার কথা ছিল। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে ফিফা-এএফসি বাছাই পর্ব স্থগিত করেছে। বর্তমান ‍অবস্থা বিবেচনা করে তাদের এই সিদ্ধান্তকে ‘সঠিক’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধান কোচ।

এএফসি বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই স্থগিত করার পর জাতীয় দলের ক্যাম্পও আগামীকাল (বৃহস্পতিবার) থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তাই ডের ঢাকায় আসা এখন ‘অমূলক’ হয়ে পড়েছে।

করোনার কারণে সৃষ্ট জটিলতায় দুই দফা বিশ্বকাপ বাছাই স্থগিত হলো। মার্চ থেকে জুনে ছিল চারটি ম্যাচ। সেটা স্থগিতের পর নতুন করে সময় নির্ধারণ হয় অক্টোবর-নভেম্বরে। বুধবার সেটাও স্থগিত করে দিয়েছে ফিফা-এএফসি। এখন ম্যাচ চারটি হবে আগামী বছরের সুবিধাজনক সময়ে।

ডে বর্তমান পরিস্থিতি মেনেই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘স্বাস্থ্যগত সুরক্ষাসহ সবকিছু বিবেচনা করে হয়তো এমন সিদ্ধান্ত এসেছে। আমার মনে হয়, এটা সঠিক সিদ্ধান্ত।’

জাতীয় দলের ক্যাম্প বন্ধ হয়ে যাচ্ছে। এই সময়ে ঢাকায় আসার বিষয়ে ডে তেমন কিছু বলতে চাননি, শুধু বলেছেন, ‘আমি বাফুফের সঙ্গে কথা বলবো পরবর্তী পদক্ষেপ নিয়ে।’

জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘এএফসি পরবর্তী তারিখ ঘোষণা করলে তখন আবারও ক্যাম্প শুরু হবে। আপাতত কোভিড আক্রান্ত খেলোয়াড়রা বাফুফের তত্বাবধানে কোয়ারেন্টিনে থাকবে। সুস্থতা সাপেক্ষে ক্যাম্প ছাড়তে পারবে তারা।’

দুই ফুটবলার- ডিফেন্ডার তপু বর্মণ ও গোলকিপার আশরাফুল ইসলাম রানা নতুন করে ক্যাম্প শুরুর প্রত্যাশায় আছেন। দুজনেরই প্রায় একই কথা। রানা বলেছেন, ‘আমাদের বাছাই পর্ব স্থগিত হয়েছে। আপাতত জাতীয় দলের প্রোগ্রাম নেই। আমরা ক্যাম্প ছাড়বো আগামীকাল সকালে। নতুন করে বিশ্বকাপ বাছাই পর্বের তারিখ নির্ধারণ হলে তখন আবারও ক্যাম্প শুরু করতে পারবো, অনুশীলনে ফিরতে পারবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমন মৌসুমে ইউরিয়া সরবরাহ ব্যাহতের শঙ্কা!
আমন মৌসুমে ইউরিয়া সরবরাহ ব্যাহতের শঙ্কা!
মালয়েশিয়ায় বকেয়া বেতনের দাবিতে ঢাকায় মন্ত্রণালয়ের সামনে কর্মীদের অবস্থান
মালয়েশিয়ায় বকেয়া বেতনের দাবিতে ঢাকায় মন্ত্রণালয়ের সামনে কর্মীদের অবস্থান
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার নয় মাস পর বেরোবি রেজিস্ট্রারের মামলা
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার নয় মাস পর বেরোবি রেজিস্ট্রারের মামলা
অরুণাচলে বাংলাদেশ দলের খবর রাখছে বাফুফে 
ভারত-পাকিস্তান সংঘাতঅরুণাচলে বাংলাদেশ দলের খবর রাখছে বাফুফে 
সর্বাধিক পঠিত
বন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইনবন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি