X
রবিবার, ২৯ জুন ২০২৫
১৫ আষাঢ় ১৪৩২

বিশ্বকাপ বাছাই স্থগিত: বাংলাদেশ কোচ বলছেন, সঠিক সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২০, ২১:৫৭আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৫৭

বিশ্বকাপ বাছাই স্থগিত: বাংলাদেশ কোচ বলছেন, সঠিক সিদ্ধান্ত ১৭ আগস্ট ইংলিশ কোচ জেমি ডের ঢাকায় আসার কথা ছিল। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে ফিফা-এএফসি বাছাই পর্ব স্থগিত করেছে। বর্তমান ‍অবস্থা বিবেচনা করে তাদের এই সিদ্ধান্তকে ‘সঠিক’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধান কোচ।

এএফসি বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই স্থগিত করার পর জাতীয় দলের ক্যাম্পও আগামীকাল (বৃহস্পতিবার) থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তাই ডের ঢাকায় আসা এখন ‘অমূলক’ হয়ে পড়েছে।

করোনার কারণে সৃষ্ট জটিলতায় দুই দফা বিশ্বকাপ বাছাই স্থগিত হলো। মার্চ থেকে জুনে ছিল চারটি ম্যাচ। সেটা স্থগিতের পর নতুন করে সময় নির্ধারণ হয় অক্টোবর-নভেম্বরে। বুধবার সেটাও স্থগিত করে দিয়েছে ফিফা-এএফসি। এখন ম্যাচ চারটি হবে আগামী বছরের সুবিধাজনক সময়ে।

ডে বর্তমান পরিস্থিতি মেনেই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘স্বাস্থ্যগত সুরক্ষাসহ সবকিছু বিবেচনা করে হয়তো এমন সিদ্ধান্ত এসেছে। আমার মনে হয়, এটা সঠিক সিদ্ধান্ত।’

জাতীয় দলের ক্যাম্প বন্ধ হয়ে যাচ্ছে। এই সময়ে ঢাকায় আসার বিষয়ে ডে তেমন কিছু বলতে চাননি, শুধু বলেছেন, ‘আমি বাফুফের সঙ্গে কথা বলবো পরবর্তী পদক্ষেপ নিয়ে।’

জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘এএফসি পরবর্তী তারিখ ঘোষণা করলে তখন আবারও ক্যাম্প শুরু হবে। আপাতত কোভিড আক্রান্ত খেলোয়াড়রা বাফুফের তত্বাবধানে কোয়ারেন্টিনে থাকবে। সুস্থতা সাপেক্ষে ক্যাম্প ছাড়তে পারবে তারা।’

দুই ফুটবলার- ডিফেন্ডার তপু বর্মণ ও গোলকিপার আশরাফুল ইসলাম রানা নতুন করে ক্যাম্প শুরুর প্রত্যাশায় আছেন। দুজনেরই প্রায় একই কথা। রানা বলেছেন, ‘আমাদের বাছাই পর্ব স্থগিত হয়েছে। আপাতত জাতীয় দলের প্রোগ্রাম নেই। আমরা ক্যাম্প ছাড়বো আগামীকাল সকালে। নতুন করে বিশ্বকাপ বাছাই পর্বের তারিখ নির্ধারণ হলে তখন আবারও ক্যাম্প শুরু করতে পারবো, অনুশীলনে ফিরতে পারবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউইয়র্কে ‘গোধুলিবেলায়’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন
নিউইয়র্কে ‘গোধুলিবেলায়’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন
এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা কাটছে
এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা কাটছে
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অচল চট্টগ্রাম বন্দর
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অচল চট্টগ্রাম বন্দর
আশাব্যঞ্জক অগ্রগতির জায়গায় আমরা এখনও পিছিয়ে: আলী রীয়াজ
আশাব্যঞ্জক অগ্রগতির জায়গায় আমরা এখনও পিছিয়ে: আলী রীয়াজ
সর্বাধিক পঠিত
খুলনা প্রেসক্লাবে প্রেস সচিবকে ঘেরাও করে বিক্ষোভ
খুলনা প্রেসক্লাবে প্রেস সচিবকে ঘেরাও করে বিক্ষোভ
সরকারি গাড়িতে দাওয়াতে গেলো ইউএনও’র পরিবার
সরকারি গাড়িতে দাওয়াতে গেলো ইউএনও’র পরিবার
বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন অফিস সহকারী হয়ে, বেরোলেন এমবিএ’র সনদ নিয়ে
বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন অফিস সহকারী হয়ে, বেরোলেন এমবিএ’র সনদ নিয়ে
‘সরকার দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে আন্দোলন ঘোষণা করবো’
‘সরকার দেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে আন্দোলন ঘোষণা করবো’
মুরাদনগরে গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণ, থানায় মামলা
মুরাদনগরে গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণ, থানায় মামলা