X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ভাইরাল হওয়া সিনানের স্বপ্ন পূরণ করলেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৪

সিনানের হাতে জার্সি তুলে দিচ্ছেন মুশফিক। ছবি-ফেসবুক কয়েকদিন আগেরই ঘটনা। মা-ছেলের ক্রিকেট খেলার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে হু হু করে। যে মাকে নিয়ে এত আলোচনা সেই মায়ের নাম ঝর্ণা আক্তার চিনি। গত শুক্রবার মাকে নিয়েই পল্টন ময়দানে ক্রিকেট আনন্দে মেতে উঠেছিলেন ১১ বছর বয়সী শিশু শেখ ইয়ামিন আহমেদ সিনান। আলোচনার জন্ম দেওয়া সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরও বিস্ময় উপহার পেলেন ইয়ামিন। প্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিমের কাছ থেকে জার্সি পেয়েছেন তিনি। 

শুক্রবার ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, পাঞ্জাবি-পায়জামা পরিহিত ইয়ামিন বল নিয়ে এগিয়ে যাচ্ছে। অপর প্রান্তে ব্যাট করছেন তার মা। এই খেলার ছবি আরও বেশি করে সবার নজর কেড়েছে কারণ ইয়ামিনের মা ঝর্ণা আক্তার বোরখা পরেই ছেলের সঙ্গে খেলছিলেন। তাদের খেলার এই দৃশ্যই চোখে পড়ে পত্রিকার কয়েকজন ফটোগ্রাফারের। ক্যামেরায় এমন দৃশ্য ধরার পরই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মাদরাসা ছাত্র শেখ ইয়ামিন সিনান খুব ক্রিকেট ভক্ত হওয়ায় সে প্রশিক্ষণ নিতে আসে কবি নজরুল ক্রিকেট একাডেমিতে। শুক্রবারও সিনানকে ক্রিকেট প্রশিক্ষণের ক্লাসে নিয়ে এসেছিলেন মা ঝর্ণা আক্তার। শুরুর দিকে বন্ধুরা, প্রশিক্ষক আসেননি বলেই ফাঁকা সময়টা এভাবেই কাটানোর মনস্থির করেন মা-ছেলে। তাই ক্রিকেটপাগল শিশু সিনান মাকে নিয়েই শুরু করে দেয় নেট প্র্যাকটিস।

ছোট্ট সেই সিনানেরই আজ স্বপ্ন পূরণ করলেন জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক অধিনায়ক বুধবার সকালেই সিনানের সঙ্গে দেখা করেছেন। এ সময়ে সিনানের মা ও বোন উপস্থিত ছিলেন। মুশফিকের কাছ থেকে এমন উপহার পেয়ে খুব উচ্ছ্বসিত সিনানের মা ঝর্ণা আক্তার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মুশফিকুর রহিম ভাই নিজের আগ্রহে আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। এটা অন্য রকম অনুভূতি। তিনি এতো বড় একজন খেলোয়াড়। আমার ছেলে তাকে খুব পছন্দ করে ও অনুসরণ করে। তিনি এক জোড়া গ্লাভস, অটোগ্রাফসহ ব্যাট দিয়েছেন। উনার একটি জার্সিও দিয়েছেন। খুব ভালো লাগছে, আমার ছেলে খুব খুশি। কখনো কল্পনা করিনি আমার ছেলে মুশফিক ভাইকে এতো কাছ থেকে দেখবে।’

আরামবাগের এক মাদরাসাতে চতুর্থ শ্রেণিতে পড়ে সিনান। আর এই ছেলেকেই বড় ক্রিকেটার বাননোর স্বপ্ন দেখেন মা ঝার্ণা আক্তার, ‘ছেলেকে নিয়ে দুটো স্বপ্ন দেখি। প্রথম স্বপ্ন, আমার ছেলে কোরআনে হাফেজ হবে। দ্বিতীয়, আমার ছেলে আন্তর্জাতিক খেলোয়াড় হবে, একদিন বাংলাদেশ দলের হয়ে খেলবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
ভোরে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
ভোরে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট