X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আমার সঙ্গে মেসির দ্বন্দ্ব নেই: কোম্যান

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৪

দুই ক্লাব কর্মকর্তা ও কোম্যানের সঙ্গে মেসি           গত মাসে বরখাস্ত হওয়া কিকে সেতিয়েনের আসনটিতে বসার পর তার ছবিটা যেভাবে আঁকার চেষ্টা চলছিল, সেরকম লোক তিনি নন। বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান পরিষ্কার বলে দিলেন লিওনেল মেসির সঙ্গে তার কোনও বিরোধ বা দ্বন্দ্ব নেই।

ফক্স স্পোর্টসকে কোম্যান বলেছেন, মেসির সঙ্গে তার সম্পর্ক ভালো, দ্বন্দ্বটা মূলত ক্লাবের সঙ্গে, ‘দ্বন্দ্বটা ছিল মূলত ক্লাবের সঙ্গে। আমি মেসির সঙ্গে কথা বলেছি এবং আমাদের সম্পর্কটা আমরা ধরে রাখবো।’

ক্লাব ছাড়তে চান, এটা ফ্যাক্সের মাধ্যমে মেসি বার্সেলোনাকে জানিয়ে দেওয়ার পর গোটা ফুটবল বিশ্বই আলোড়িত হয়। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিকেই তার সম্ভাব্য নতুন ঠিকানা বলে ধরে নেওয়া হয়। কিন্তু দিন দশেক পর নাটকীয়ভাবে বার্সেলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। বলে দেন অন্তত ২০২০-২১ মৌসুম শেষ হওয়া পর্যন্ত তাকে থেকে যেতে হবে। কারণ রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো না পেলে ক্লাব না ছাড়ার ব্যাপারে অনড়।

বার্সেলোনায় থেকে যাওয়া নিশ্চিত করে মেসি বলেছিলেন, ‘আমি ক্লাবে থেকে যাচ্ছি, কারণ প্রেসিডেন্ট আমাকে বলেছেন কেবল ৭০০ মিলিয়ন ইউরো দিয়েই আমি যেতে পারি, কিন্তু এটা অসম্ভব।’

মেসি আদালতের শরণাপন্ন হতে পারতেন। কিন্তু ২০ বছর ধরে যে ক্লাবে আছেন, যে ক্লাব তার অস্তিত্বের সঙ্গে মিশে আছে, সেই ক্লাবের সঙ্গে আইনি ঝামেলায় জড়াতে চাননি, ‘আরেকটি উপায় ছিল আদালতে যাওয়া। কিন্তু আমি কখনোই বার্সেলোনাকে আদালতে নিতে পারি না, এই ক্লাবকে আমি ভালোবাসি।’

‘প্রেসিডেন্ট (জোসেপ মারিয়া বার্তোমেউ) আমাকে সবসময়ই বলে এসেছেন, মৌসুম শেষে আমার সিদ্ধান্ত অনুযায়ীই সবকিছু হবে- আমি যেতে চাইলে যাবো, থাকতে চাইলে থাকবো। কিন্তু শেষ পর্যন্ত তিনি তার কথা রাখেননি’- প্রতিশ্রুতি ভঙ্গের দায় চাপিয়েছেন মেসি বার্সেলোনা সভাপতির ওপর।

এখন কোম্যান যখন নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেন, মেসির সঙ্গে তার নিজের কোনও বিরোধ নেই, বিরোধটা ক্লাবের, বোঝাই যায় মেসির বার্সেলোনা ছাড়ার ঘটনা কেন এত ‘রং’ ছড়িয়েছে একমাস ধরে।

বার্সেলোনার সঙ্গে কোম্যানের চুক্তি হয়েছে দু’বছরের। তবে কে না বুঝতে পারে কাতালান পরাশক্তিদের পালাবদলের সময় কী বিশাল দায়িত্বই না তিনি কাঁধে তুলে নিয়েছেন।  

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ