X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নেইমারে ‘অসন্তুষ্টি’ ও চোট-শঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৬

নেইমারে ‘অসন্তুষ্টি’ ও চোট-শঙ্কা টানা হারের ধাক্কা কাটিয়ে ছুটছে প্যারিস সেন্ত জার্মেইয়ের জয়রথ। রবিবার রাতে রেঁসের বিপক্ষে ২-০ গোলে জিতে পেয়েছে টানা তৃতীয় জয়। অ্যাওয়ের ম্যাচটির পুরো ৯০ মিনিট খেলেছেন নেইমার। তবে তার পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি কোচ টমাস টুখেল। জার্মান কোচের দাবি, ‘নাম্বার টেন’-এর ভূমিকায় তাকে নিয়ে দল সাজালেও ব্রাজিলিয়ান তারকা সেটি ঠিকঠাক করতে পারেননি। এর ওপর চোট-শঙ্কায় তাকে নিয়ে ভাবনা আরও বেড়েছে টুখেলের।

ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মাউরো ইকার্দির জোড়ায় ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। আর্জেন্টাইন স্ট্রাইকারের দুটো গোলের জোগানদাতা কিলিয়ান এমবাপ্পে। যদিও রেঁসের বিপক্ষে ফরাসি চ্যাম্পিয়নদের বেশিরভাগ আক্রমণে জড়িত ছিলেন নেইমার। এরপরও তার পারফরম্যান্সে কোচ সন্তুষ্ট হতে পারেননি কারণ, দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারা।

সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের পারফরম্যান্স মূল্যায়ন করেছেন টুখেল এভাবে, ‘প্রথমার্ধে সে খুব বেশি মাত্রায় রক্ষণাত্মক ছিল। আমি চেয়েছিলাম সে নাম্বার টেনের ভূমিকায় খেলুক, কিন্তু সে খেলেছে নাম্বার এইটের (মিডফিল্ডার) মতো। চেয়েছিলাম সে (কিলিয়ান) এমবাপ্পের কাছাকাছি থাকবে।’

গোটা ম্যাচ খেলে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। কাফ ইনজুরির শঙ্কায় ব্রালিয়ান ফরোয়ার্ড। চোটের অবস্থা কেমন, সেটা অবশ্য জানাতে পারেননি টুখেল। ডাক্তারের সঙ্গে কথা বলেই নিশ্চিত হতে চান জার্মান কোচ, ‘ভেবেছিলাম, সামান্য কোনও সমস্যা হয়তো, তবে সম্ভবত তেমনটা নয়। এখনও আমি কিছু জানি না, ডাক্তারের সঙ্গে আমার কথা বলতে হবে।’

২-০ গোলে জিতলেও ঠিক মন ভরেনি টুখেলের। সুযোগ নষ্টে ব্যবধান না বাড়ার অসন্তুষ্টি আছে তার মনে, ‘প্রথমার্ধ নিয়ে আমি খুশি। অনেক সুযোগ তৈরি হয়েছে, কিন্তু আমরা অনেক মিস করেছি। ৩ গোল কিংবা ৪-০ হতে পারতো। দ্বিতীয়ার্ধ নিয়ে সন্তুষ্ট নই। খেলায় আগ্রাসী ও তীব্রতার অভাব ছিল।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা