X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চাহার-বুমরার পর ডি কক, নির্মম মুম্বাই হারালো কলকাতাকে

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২০, ০০:৩১আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০১:২৮

 ৭৮ রান করার পথে ডি ককের আরেকটি ছক্কা           -টুইটার দিনেশ কার্তিক স্বেচ্ছায় সরে দাঁড়ান বা তাকে সরিয়ে দেওয়া হোক, ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক বদল হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে ভাগ্য বদল হওয়ার আশায়। কিন্তু নতুন অধিনায়ক ইয়ন মরগানকেও একই ভাগ্য বরণ করতে হলো। ১২ বারের সাক্ষাতে মুম্বাইয়ের কাছে ১১তম হার মানতে হলো আবুধাবিতে। কেমন সেই হার? ১৯ বল বাকি থাকতে ৮ উইকেটে উড়ে যাওয়া যাকে বলে।

প্রথমে বোলিংয়ে নাকাল করে নির্মম মুম্বাই ১৪৮ রানের বেশি তুলতে দেয়নি কলকাতাকে। পরে ব্যাটিংয়ে দেখিয়েছে পেশিশক্তি। রোহিত শর্মা ও কুইন্টন ডি ককের ওপেনিং জুটি ১০.৩ ওভারেই তুলে নিয়েছিল ৯৪ রান। রোহিত ৩৫ রানে আউট হলে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন ম্যান অব দ্য ম্যাচ ডি কক। দক্ষিণ আফ্রিকান ওপেনার ও উইকেটকিপার তার অপরাজিত ৭৮ রানের ইনিংসটি খেলেছেন ৪৪ বলে, ৯ চার ও ৩ ছক্কায়। ডি কককে সঙ্গ দিয়ে মাঠ ছাড়া হার্দিক পান্ডিয়ার ২১ রানের অপরাজিত ইনিংসটি ৩ চার ও এক ছক্কায় গড়া ১১ বলে। কলকাতার বোলারদের মধ্যে লেগস্পিনার বরুণ চক্রবর্তী ছাড়া আর কেউ সমীহ আদায় করতে পারেননি। সুরিয়াকুমার যাদবকে বোল্ড করেছেন, ৪ ওভারে দিয়েছেন ২৩ রান। আর পোসার শিভম মাভি উইকেটকিপারের হাতে ক্যাচ বানিয়েছেন রোহিতকে। সাড়ে ১৫ কোটি রুপির প্যাট কামিন্স নতুন বলে সেরকম কিছু করতে পারছেন না। শুক্রবারের এ ম্যাচে উইকেটশূন্য, তবে আলো ছড়িয়েছেন ব্যাটিংয়ে।

প্যাটি কামিন্স ও ইয়ন মরগানের অবিচ্ছিন্ন ৮৭ রানের ষষ্ঠ উইকেট জুটিই কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে গেছে ৫ উইকেটে ১৪৮ রানে। কলকাতা একসময় ৬১ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল, সেখান থেকে অসাধারণ অসাধারণ ওই অজি-অ্যাংলো জুটির কল্যাণে বিব্রতকর অবস্থা থেকে বেঁচেছে দল। ৩৬ বল থেকে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন কামিন্স। মরগানের অপরাজিত ৩৯ রানের ইনিংসটি গড়া ২৯ বলে, ২টি করে চার ও ছক্কায়। অস্ট্রেলীয় পেসার নাথান কুল্টার-নাইলের করা শেষ ওভারে দুজন নিয়েছেন ২১ রান। এবারের আইপিএলে প্রথমবারের মতো খেলতে নেমে ভালোই পিটুনি খেয়েছেন কুল্টার-নাইল, চার ওভারে ৫১ রান দিয়ে উইকেট নিয়েছেন একটি।

চার ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন লেগস্পিনার রাহুল চাহার, অন্য দুই পেসার বুমরা ও বোল্টও নিয়েছেন একটি করে উইকেট। চাহারের লেগস্পিন ও বুমরার পেস সামলাতেই হিমশিম খেয়েছে কলকাতা।

অষ্টম ম্যাচে ষষ্ঠ জয় পেয়ে চ্যাম্পিয়ন মুম্বাই আবার উঠে দাঁড়ালো শীর্ষে। অষ্টম ম্যাচে চতুর্থ হারে কলকাতা রইলো চারেই, তবে তাদের সামনে এখন অনেক প্রশ্নচিহ্ন।

সংক্ষিপ্ত স্কোর:

কলকাতা : ২০ ওভারে ১৪৮/৫(কামিন্স ৫৩*, মরগান ৩৯*, গিল ২১, চাহার ২/১৮, বুমরা ১/২২, বোল্ট ১/৩২) ও মুম্বাই: ১৬.৫ ওভারে ১৪৯/২(ডি কক ৭৮*, রোহিত ৩৫, হার্দিক ২১*, বরুণ ১/২৩, মাভি ১/২৪)।

 

 

 

 

 

 

 

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক