X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাফুফের চতুর্থ সহ-সভাপতি কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২০, ১৭:০৩আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৭:০৭

সমান ভোট পাওয়ায় আবারও নির্বাচনে তাবিথ আউয়াল (বাঁয়ে) ও মহিউদ্দিন আহমেদ মহি গত ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ২১ পদের মধ্যে ২০টির নিষ্পত্তি হয়েছিল। শুধুমাত্র একটি সহ-সভাপতি পদে দুজন প্রার্থী সমান ভোট পেয়েছিলেন। সমন্বয় পরিষদ থেকে মহিউদ্দিন আহমেদ মহি ও স্বতন্ত্র হিসেবে তাবিথ আউয়ালের বাক্সে সমান ৬৫ ভোট পড়ার কারণে চতুর্থ সহ-সভাপতি সেই সময় কেউই নির্বাচিত হতে পারেননি। সেই একটি পদে আবারও নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল শনিবার।

হোটেল সোনারগাঁওয়ে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আগের মতোই ১৩৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। একটি পদে পুনর্নির্বাচন বিধায় এবার ভোটগ্রহণের সময় কমিয়ে আনা হয়েছে। নির্বাচন কমিশন থেকে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন।

বাফুফের চার সহ-সভাপতির তিন জন হলেন- কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান ও আতাউর রহমান ভূঁইয়া মানিক।

একটি সহ-সভাপতি পদ শূন্য থাকায় বাফুফের বিভিন্ন কমিটিও পুর্ণাঙ্গ হয়নি। তবে আবার হতে যাওয়া নির্বাচনে দুই প্রার্থীই জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। ব্রাদার্স ইউনিয়নের ডিরেক্টর ইনচার্জ ও গতবারের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি নির্বাচনে জিতবো, এমন প্রত্যাশা রয়েছে। ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। তাদের সঙ্গে আমার আগের মতোই যোগাযোগ আছে। আশা করছি ভোটাররা আমাকে এবারও নিরাশ করবেন না।’

নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়ের স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়নশিপ লিগে খেলা নোফেল স্পোর্টিংয়ের কর্ণধার তাবিথ আউয়াল, ‘গত দুই টার্মে ফুটবল উন্নয়নে কাজ করেছি। বিশেষ করে, টেকনিক্যাল সাইডে। গত চার বছরে কোচেস এডুকেশনের দিকে জোর দেওয়া হয়েছে। আগামী চার বছরে ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতিসহ বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ আছে। তাই আমার দৃঢ় বিশ্বাস ভোটাররা এবারও জয়যুক্ত করবেন। তাদের কাছ থেকে সমর্থনও ভালো পাচ্ছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!