গত সোমবার অনুশীলন করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। ব্যথা নিয়েই দুই দিন অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। তবে বুধবার এক্স-রে করার পর মিলেছে দুঃসংবাদ। হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে তার। এর ফলে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেলার সম্ভাবনা নেই এই মিডফিল্ডারের।
কব্জির যে অবস্থা, তাতে ডাক্তার তাকে তিন সপ্তাহের বিশ্রাম নিতে বলেছে। মামুনুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হাতে ব্যথা পাওয়ার পরও অনুশীলন করেছি। এখন চিড় ধরা পড়ায় ডাক্তার তিন সপ্তাহের বিশ্রাম দিয়েছে।’
নেপালের বিপক্ষে দুটি ম্যাচে মামুনুলের খেলতে না পারাটা নিশ্চিত করেছেন জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডেও। তিনি বলেছেন, ‘ওর কব্জির হাড় ভেঙে গেছে। হাতে প্লাস্টার নিয়ে তো খেলা সম্ভব নয়। তাকে ছাড়াই দল গোছাতে হবে।'
চোটের সর্বশেষ অবস্থার কথা ইন্সটাগ্রামেও জানিয়েছেন মামুনুল−
View this post on InstagramA post shared by Mamunul Islam Mamun (@mamunul_mamun08) on Nov 3, 2020 at 7:58am PST