X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গ্যারেজে মানস-মৌদের অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২০, ২৩:০১আপডেট : ৩১ মার্চ ২০২০, ২৩:০১

গ্যারেজে অনুশীলন করছেন মানস-মৌরা আগামীকাল (বুধবার) থেকে শুরু হওয়ার কথা ছিল দেশের ঘরোয়া আসরের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব বাংলাদেশ গেমস। কিন্তু করোনাভাইরাসের কারণে সবকিছু ওলটপালট। মাঠে থাকার বদলে খেলোয়াড়দের থাকতে হচ্ছে ঘরে। অবশ্য বাসায় থাকলেও ফিটনেস ধরে রাখার সঙ্গে স্বল্প পরিসরে অনুশীলন করে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম টেবিল টেনিসে পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী।

করোনার কারণে সবকিছু বন্ধ থাকায় মানস চট্টগ্রামের রহমতগঞ্জের বাড়ির গ্যারেজ বেছে নিয়েছেন অনুশীলনের জন্য। সেখানে নিয়মিত চলছে অনুশীলন। তার সঙ্গে আছেন জাতীয় দলের আরেক খেলোয়াড় সাদিয়া রহমান মৌ, বিভু বিশ্বাস ও জাহিদ। বাড়ির গ্যারেজে টেবিল টেনিস বোর্ডে দিনে একবার হলেও অনুশীলন করছেন মানস-মৌরা।

অনুশীলন প্রসঙ্গে মানস বলেছেন, ‘করোনার কারণে আমরা বেশ সচেতন হয়েই নিজেদের মতো করে অনুশীলন করে যাচ্ছি। সাবান দিয়ে কিংবা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখছি। প্রয়োজনে মাস্কও পরছি। সবাই দূরত্ব রেখেই নিজেদের প্রস্তুতি সারছি।’

করোনার কারণে এখন সবকিছু বন্ধ। তাই চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের জিম কিংবা ফ্রেন্ডস ক্লাবে গিয়ে অনুশীলন চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। মানস সেটি জানিয়ে বললেন, ‘বাংলাদেশ গেমস ও প্রিমিয়ার লিগ টেবিল টেনিস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে হচ্ছে না। সবকিছু এখন বন্ধ। তাই আমার বাড়ির গ্যারেজই আমাদের অনুশীলনের ভেন্যু। যদিও এখানে আমি আগে থেকেই অনুশীলন করি। এখন সবকিছু বন্ধ থাকায় এখানেই নিয়মিত অনুশীলন করছে অনেকেই।’

মৌ ছাড়া বাকি তিনজন চট্টগ্রামের স্থানীয়। মামার বাড়িতে বেড়ানোর ফাঁকে টেবিল টেনিস অনুশীলনও চালিয়ে নিচ্ছেন তিনি। মৌ প্রসঙ্গে মানস বলেছেন, ‘মৌর মামা বাড়ি আমার বাসার কাছাকাছি। তাই ও নিজেই  আমার এখানে অনুশীলন করে থাকে। এছাড়া অন্যরাও আসে। সব ধরনের সাবধানতা মেনেই আমরা অনুশীলন করে যাচ্ছি, যেন করোনা পরিস্থিতির পর খেলা শুরু হলে শতভাগ ফিটনেস নিয়ে অংশ নিতে পারি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ