X
শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

এবার ছেলেদের কোচ হয়ে নতুন ভূমিকায় ডালিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৪, ১৬:৫৬আপডেট : ২০ জুন ২০২৪, ১৬:৫৬

ডাগ আউটে ছেলেদের কোচ হয়ে দাঁড়ানোর স্মৃতি ডালিয়া আক্তারের একটু পুরোনো। হ্যান্ডবলে ক্লাব কিংবা জাতীয় চ্যাম্পিয়নশিপে কয়েক বছর ধরে মেয়েদের পাশাপাশি ছেলেদের কোচিং করিয়ে আসছেন সাবেক এই তারকা খেলোয়াড়। এবার কোচিং পেশায় আরও বড় দায়িত্ব পেয়েছেন। হ্যান্ডবলের বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ ছেলেদের কোচ নিযুক্ত হয়েছেন। এই প্রথম জাতীয় বয়সভিত্তিক ছেলেদের দল নিয়ে দেশের বাইরে নতুন চ্যালেঞ্জে নামতে যাচ্ছেন তিনি।

ভারতের জয়পুরে ১০-১৪ জুলাই আইএইএচএফ ট্রফি হতে যাচ্ছে। আগামীকালই ২২ জন খেলোয়াড় নিয়ে ডালিয়া পুরোদমে অনুশীলনে নেমে পড়বেন। নতুন দায়িত্ব পেয়ে মাদারীপুরের মেয়ে রোমাঞ্চিত। জাতীয় ও ঘরোয়া হ্যান্ডবলে খেলার পর কোচিংয়ে এই পর্যায়ে এসে ছেলেদের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ডালিয়া। বাংলা ট্রিবিউনকে ৪২ বছর বয়সী কোচ বলেছেন, ‘আমার ওপর নতুন দায়িত্ব অর্পিত হয়েছে। সেটা ঠিকঠাক ভাবে পালন করাটাই এখন আমার জন্য চ্যালেঞ্জ। আর ছেলেদের দল নিয়ে আন্তর্জাতিক স্তরে কাজ করাটা হবে নতুন অভিজ্ঞতা। তবে আমার কাছে সবাই সমান। সেটা ছেলে বা মেয়ে যেই দল হোক না কেন।’

ছেলেদের সঙ্গে লড়াই করে ডালিয়া কোচিং পেশায় যুক্ত আছেন। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের অধীনে দক্ষিণ কোরিয়া থেকে ‘বি’ লাইসেন্স করে এসেছেন। এর আগে জার্মানি ও জাপান থেকে হ্যান্ডবলের ওপর কোর্সও করেছেন। হ্যান্ডবল ফেডারেশন ছেলেদের দলের দায়িত্ব দেওয়ায় ডালিয়া ভীষণ খুশি, ‘আসলে ফেডারেশন এখানে লিঙ্গ ভেদাভেদ করেনি। আমার কাছে মনে হয় যোগ্যতা ও কাজ দেখে কোচ নিযুক্ত করেছে। এই জায়গায় ফেডারেশনকে ধন্যবাদ দিতে চাই। এখন আমার ওপর দায়িত্ব আরও বেড়ে গেলো। আমি যতটুকু জানি, ছেলেদের দলগত বিভাগে কোন নারীই আগে কোচ হতে পারেনি। আমি এই জায়গায় ব্যতিক্রম। এটা আমার জন্য বিশেষ আনন্দের।’

গত বছর মেয়েদের অনূর্ধ্ব-১৭ দল নিয়ে ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছিলেন ডালিয়া আক্তার। জয়পুরে কতটুকু কী করতে পারবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘দুই সপ্তাহ অনুশীলন করে চেষ্টা করবো ইতিবাচক কিছু করার। আমাদের ছেলেরা খেলার মধ্যে আছে। তবে ওদের কারও আন্তর্জাতিক ম্যাচে খেলার অভিজ্ঞতা নেই। এখন ওরা সেখানে জ্বলে উঠতে পারে, আবার নার্ভাসনেস কাজ করতে পারে। তবে চেষ্টা করবো ওরা যেন ভালো ফল করতে পারে। সেভাবেই অনুশীলন করাতে হবে। তবে অনুশীলনের জন্য বেশিদিন সময় পেলে ভালো হতো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, ৫০০ কোটি টাকা বিক্রির আশা
ফরিদপুরে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, ৫০০ কোটি টাকা বিক্রির আশা
এক দশক পর শাবি ছাত্রদলে নতুন নেতৃত্ব, সভাপতি রাহাত সম্পাদক নাঈম
এক দশক পর শাবি ছাত্রদলে নতুন নেতৃত্ব, সভাপতি রাহাত সম্পাদক নাঈম
টিভিতে আজকের খেলা (১৫ মার্চ, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৫ মার্চ, ২০২৫)
গোপালগঞ্জে দিনদুপুরে ডাকাতি ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
গোপালগঞ্জে দিনদুপুরে ডাকাতি ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতাল মালিক গ্রেফতার
নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতাল মালিক গ্রেফতার
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার
গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ