X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মেসির হাতে বিশ্বকাপ, আনন্দে ভাসছেন মাশরাফি-সাকিবরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২২, ২০:৩৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ২১:১৭

কাতার বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা। ৩৬ বছর অপেক্ষার পর আর্জেন্টিনা দেখা পেলো তৃতীয় শিরোপা। ৫ বারের চেষ্টায় মেসি পেলেন অমরত্ব। আর্জেন্টিনা ও মেসির সাফল্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সাধারণ মানুষের মতো বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাসহ বর্তমান সময়ের অনেক ক্রিকেটার মেসি বন্দনায় মেতেছেন।

পুরো বিশ্বকাপজুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপ নিয়ে সরব ছিলেন সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য। রবিবার রাতে আর্জেন্টিনা বিশ্বকাপ ট্রফি জেতার পর নিজেকে আর আটকে রাখতে পারেননি। রাস্তায় নেমে উল্লাস করেছেন।  সাথে ছিলেন মাশরাফির দুই সন্তান ও বন্ধু-বান্ধব। রাস্তায় অনেক মানুষের ভিড়ে দাঁড়িয়ে ঢোল বাজিয়ে আর্জেন্টিনার জয় উদযাপন করেছেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে মাশরাফি লিখেছেন, ‘বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদযাপনটা বাচ্চাদের সঙ্গেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ কোনও একদিন বাংলাদেশের জন্য এমন উদযাপন করতে চাই।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বড় হয়েছেন ডিয়েগো ম্যারাডোনার খেলা দেখে। আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের পায়ের জাদু তার মন জয় করে নিয়েছিল ছেলেবেলায়। আর তাই ‘নড়াইল এক্সপ্রেস’ আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার তৃতীয় শিরোপা নিশ্চিত হওয়ার পর শৈশবের তারকা ম্যারাডোনাকেও স্মরণ করেছেন মাশরাফি। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাশরাফি লিখেন, ‘আমিও আজ আবেগাক্রান্ত, আর্জেন্টিনার জয় দেখেছি অনেক, কিন্তু বিশ্বকাপ জয় প্রথম। লিও তোমার প্রতি অফুরান ভালোবাসা। কিন্তু আমার গুরু তো স্রেফ একজন, যে আজ এই পৃথিবীতে নেই। সে থাকলে আজ কী করতো কে জানে! তার মতো আবেগ দিয়ে কেউ ফুটবল খেলেছে কিনা সন্দেহ। গুরু তোমায় আজ অনেক মিস করছি। ওপারে ভালো থেকো, দ্য গ্রেটেস্ট ম্যারাডোনা।’

মাশরাফি আরও লেখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন মেসিবাহিনীকে। স্পেশালি কোচ স্কালোনিসহ পুরো কোচিং স্টাফকে। সেই সাথে অভিনন্দন বাংলাদেশসহ পৃথিবীর লাখ লাখ আর্জেন্টিনা–সমর্থকদের, যারা হাজারো কটূক্তি আর কথা হজম করে, শুধু এই দিনটার অপেক্ষায় ছিল। আজ তোমাদের আনন্দ করার দিন, আর অন্যদের দেখার।’

মাশরাফির মতো সাকিবও আর্জেন্টিনার পাগলাটে সমর্থক। কাতারে প্রিয় দলের একটি ম্যাচ দেখেছিলেন সাকিব। গত ২৬ নভেম্বর ফাইনালের ভেন্যু লুসাইনে আর্জেন্টিনা ও মেক্সিকোর গ্রুপ পর্বের ম্যাচটি দেখেছেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। শুধু আর্জেন্টিনা নয়, লিওনেল মেসির পাড়-ভক্ত তিনি। বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনেকেই ফাইনাল ম্যাচটা দেখেছেন চট্টগ্রামের টিম হোটেলে। শুধুমাত্র সাকিবই চট্টগ্রাম টেস্ট শেষে করে ঢাকায় ফিরে আসেন।

ঢাকায় বসেই দেখেন প্রিয় দলের খেলা। আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর পরই ঘর বন্দি হয়ে থাকেননি টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। টাইব্রেকারে আর্জেন্টিনা জেতার সঙ্গে সঙ্গেই মেসির জার্সি গায়ে জড়িয়ে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। রাস্তায় তখনও হাজারো মানুষ মেসি বন্দনায়। এই সময় গাড়িতে বসেই আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে জয় উদযাপন করতে দেখা যায় সাকিবকে। গাড়ির স্টিয়ারিংয়ে বসেই মেসির জার্সি ঝাঁকিয়ে প্রিয় দল ও প্রিয় ফুটবলারের শিরোপা জয়ের উল্লাস প্রকাশ করেছেন।

সাকিব ছাড়া দলের অন্য সদস্যরা হোটেলে বসে একসঙ্গেই খেলা দেখেছে। মেসির হাতে ট্রফি দেখতে পেয়ে দলের বেশিরভাগই খুশি। লিটন দাস সামাজিক মাধ্যমে লিখেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না। কী এক ম্যাচ আর আর্জেন্টিনার কী এক জয়! মেসি, আপনি এর যোগ্য।’

নাজমুল হোসেন মেসির ট্রফি নিয়ে উদযাপনের মুহূর্তের ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ট্রফিটা হস্তান্তর হলো ‘জিনিয়াস’ লিও মেসির হাতে। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।’

চট্টগ্রাম টেস্টে অভিষেক রাঙানো ইনিংস খেলা জাকির হাসানও আর্জেন্টিনার ভক্ত। ম্যাচের পুরোটা সময় একের পর এক পোস্ট করেই যাচ্ছিলেন জাকির। মেসির ট্রফি নেওয়ার ছবি পোস্ট করে সেখানে জাকির লেখেন, ‘আপনিই এর যোগ্য।’

সৌম্য সরকার পুরো দলের ছবি পোস্ট করে সেখানে ক্যাপশন লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা। মেসির জন্য খুব ভালো লাগছে।’

ব্রাজিলের পাড়-ভক্ত তাসকিন আহমেদ। তিনিও ফাইনালে আর্জেন্টিনার খেলায় মজেছেন। ম্যাচ শেষ ম্যারাডোনার সঙ্গে মেসির একটি ছবি পোস্ট করে আর্জেন্টিনা ও মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন।

/আরআই/এমএস/
সম্পর্কিত
ডি মারিয়ার বাংলাদেশে আসা পিছিয়ে যাচ্ছে
কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা
মেসিহীন আর্জেন্টিনার সহজ জয়
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা