X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আপিল শুনানির আগে অস্ট্রেলিয়ায় আটক জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২২, ১৪:২৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৪:৩৮

এবার নাটকে নতুন মোড়। নোভাক জোকোভিচের ভিসা বাতিলের পর তাকে আটক করেছে অস্ট্রেলিয়া। দেশটি দ্বিতীয় দফায় ভিসা বাতিলের সিদ্ধান্ত জানানোর পর পুনরায় আদালতে আপিল করেছেন সার্বিয়ান টেনিস তারকা। আপিলের শুনানির আগে আটক করা হয়েছে টেনিসের পুরুষ এককের নাম্বার ওয়ানকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে খবরটি। অস্ট্রেলিয়ান সরকার জোকোভিচকে জনসাধারণের স্বাস্থ্যের জন্য ‘হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছে। এই কারণে দ্বিতীয় দফায় বাতিল করা হয়েছে তার ভিসা। যদিও হার মানছেন না সার্বিয়ান টেনিস তারকা। তার আইনজীবীরা অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে।

আজ (শনিবার) অনলাইনে আপিলের প্রাক-শুনানি হয়েছে। এরপরই জোকোভিচেকে নেওয়া হয়েছে অভিবাসী আটক কেন্দ্রে। বিবিসি জানিয়েছে, ওখানেই আজ রাত কাটাতে হবে তাকে।

অবশ্য অস্ট্রেলিয়ান ওপেনের সূচিতে এখনও রয়েছে জোকোভিচের খেলা। সোমবার তার উদ্বোধনী ম্যাচে কোর্টে নামার কথা। যদি তিনি বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিততে পারেন, তাহলে টেনিস ইতিহাসের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে জিতবেন ২১তম মেজর শিরোপা। তবে সব নির্ভর করছে তার শুনানি ও আদালতের রায়ের ওপর। রবিবার সকালে জোকোভিচের শুনানি, আর এর কয়েক ঘণ্টা পরই অস্ট্রেলিয়ান ওপেনে তার প্রথম ম্যাচ!

করোনাভাইরাসের টিকা নিয়েই নাকট এতদূর গড়িয়েছে। অস্ট্রেলিয়ায় ঢুকতে হলে টিকা নেওয়া বাধ্যতামূলক। কিন্তু টিকার সঠিক তথ্য না দেওয়ার পরও দেশটিতে প্রবেশের অনুমতি মিলেছিল জোকোভিচের। এ নিয়ে অস্ট্রেলিয়া জুড়ে ক্ষোভের ঝড় ওঠে। কিন্তু পরিস্থিতি পরে পুরো পাল্টে যায় পরবর্তীতে। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে টেনিসের নাম্বার ওয়ান তারকা মেলবোর্ন পৌঁছালেও তাকে ঢুকতে দেয়নি অস্ট্রেলিয়া সরকার। ভিসা বাতিল করে বিমানবন্দরে আটকে দেওয়া হয়।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবর ছিল, জোকোভিচ যেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলতে পারেন, এজন্য অস্ট্রেলিয়া সরকার টিকা নেওয়ার বাধ্যবাধকতা শিথিল করেছিল এবং ভিসা দিয়েছিল সার্বিয়ান তারকাকে। কিন্তু মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে নামার পর তাকে আটকে দেওয়া হয়। কয়েক ঘণ্টা অপেক্ষার পর জানতে পারেন তার ভিসা বাতিল করা হয়েছে এবং তাকে ফেরত পাঠানো হবে। টিকার বাধ্যবাধকতা শিথিল করে ভিসা দেওয়া হলেও পরবর্তীতে সেই শর্ত আবার জুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তাই জোকোভিচের অস্ট্রেলিয়ায় ঢোকার অনুমতি নেই।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন জোকোভিচের আইনজীবীরা। আদালত সার্বিয়ান তারকার পক্ষে রায় দিলে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে কোনও বাধা থাকে না আর। কিন্তু অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক জোকোভিচের ভিসা বাতিলের পদক্ষেপ নেন। এরপরই ৩৪ বছর বয়সী তারকাকে অভিবাসন আটক কেন্দ্রে নেওয়া হয়েছে।

জোকোভিচ করোনাভাইরাসের টিকা নিয়েছেন কিনা, সে ব্যাপারে তিনি স্পষ্ট তথ্য এখনও দেননি। তবে গত বছর জানিয়েছিলেন, তিনি টিকা নেওয়ার পক্ষে নন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা