টুর্নামেন্টের কারফিউ নিয়মের কারণে আগের দিন অসম্পূর্ণ ছিল ম্যাচ। দুই দিন তুমুল লড়াই চললেও শেষ হাসি রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক জোকোভিচের। পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন সার্বিয়ান তারকা।
গতকাল কারফিউ নিয়মে ম্যাচ বন্ধ হওয়ার আগে টাইব্রেকারে ৭-৬ (৮-৬), ৭-৬ (৮-৬) গেমে জিতে এগিয়ে ছিলেন টুর্নামেন্টে সাতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। তৃতীয় সেটে ৪-৬ গেমে হেরে গেলেও পরে ঠিকই ৬-৪ গেমে জিতে নিশ্চিত করেছেন ম্যাচ।
৩৬ বছর বয়সী অল ইংল্যান্ড ক্লাবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন। শেষ চার আসরে পুরুষদের শিরোপা জিতেছেন। তাছাড়া এই ম্যাচের আগে শুরুর তিন ম্যাচে কোনও সেট হারেননি তিনি।