X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

অনিবন্ধিত সিম ১৫ মাসের মধ্যে বিক্রি নয়

টেক রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৬, ২০:২১আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ২০:৪০

সিম নিবন্ধন

৩১ মে রাত ১২টার মধ্যে যেসব মোবাইলফোনের সিম অনিবন্ধিত (বায়েমেট্রিক পদ্ধতিতে) থাকবে সেগুলো জুন মাসের ১ তারিখ থেকে স্থায়ীভিত্তিতে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, তবে এসব সিম মোবাইল অপারেটররা ১৫ মাসের মধ্যে বিক্রি করতে পারবে না। এগুলো প্রবাসী ও যারা শান্তি রক্ষী মিশনে রয়েছেন তাদের কথা বিবেচনা করে রাখা হচ্ছে।

শনিবার বিকেলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সম্মেলন কক্ষে সিম নিবন্ধনের অগ্রগতি ও সময় বৃদ্ধি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৫ মাসের সময় সংরক্ষণ এটা করা হয়েছে মূলত বিদেশে বসবাসরত প্রবাসী নাগরিকদের জন্য, শান্তিরক্ষা মিশনে আমাদের যারা কর্মরত আছে তাদের সুবিধার্থে। এই নম্বরগুলো কোথাও বিক্রি করা হবে না। 

প্রসঙ্গত, এর আগে একটানা ৭৩০ দিন সিম বন্ধ থাকলে তার মালিকানা হারাতেন ব্যবহারকারী। আর একটানা ৯০ দিন বন্ধ থাকলে সিমটি নিষ্ক্রিয় করে দেওয়া হতো। কোনও ব্যবহারকারী যদি এই সময়ের পরে টাকা রিচার্জ করতেন তাহলে সিমটি আবারও চালু হয়ে যেত। তবে বায়োমেট্রিক  পদ্ধতিতে সিম নিবন্ধনের বেলায় এই নিয়ম প্রযোজ্য হবে না। 

এদিকে মোবাইলফোন ব্যবহারকারী প্রতিবন্ধীদের ক্ষেত্রে তারানা হালিম বলেন, আমরা দেশে ১৫ লাখ প্রতিবন্ধীর কথা জেনেছি। এটাও জানতে পেরেছি তাদের অনেকেই সিম নিবন্ধন করতে পারেনি। তাদের জন্য আমাদের সিদ্ধান্ত, মে মাসের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত প্রতি শনিবার অপারেটরগুলোর কাস্টমার কেয়ার সেন্টার খোলা থাকবে এবং প্রথম কয়েক ঘণ্টা তাদের জন্যই নির্দিষ্ট থাকবে। এই সময়ে প্রতিবন্ধীদের মোবাইলফোন ৩ ঘণ্টার প্রতিকী বন্ধ থাকবে না। প্রতিবন্ধীরা আমাদের জানিয়েছেন, সিম নিবন্ধনের ব্যাপারে কাস্টমার কেয়ার সেন্টার থেকে তাদের সঙ্গে মর্যাদাসম্পন্ন আচরণ করা হয়নি। এটা আমাদের দুঃখিত করেছে।

/এইচএএইচ/     

আরও পড়তে পারেন: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় বাড়লো

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’