X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

স্টার্টআপ ওয়ার্ল্ডকাপে ১০ লাখ ডলার জেতার সুযোগ

রুশো রহমান
২৬ জানুয়ারি ২০২০, ২০:৫০আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২০:৫০

সংবাদ সম্মেলন বাংলাদেশের একটি স্টার্টআপ সিলিকন ভ্যালিতে আয়োজিত স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ-২০২০ -এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে। সেই সঙ্গে থাকছে ১০ লাখ ডলার বিনিয়োগ পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। বিশ্বের সবচেয়ে স্টার্টআপ প্রতিযোগিতা ‘দ্য স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ’ -এ অংশ নিতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী অর্ধশতাধিক আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয়বারের মতো এ বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।  

এ উপলক্ষে রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজারে জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পেগাসাস টেক ভেঞ্চারের জেনারেল পার্টনার ও ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান।

মুজিব বর্ষ উদযাপনের জন্য এ বছর বাংলাদেশে স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ-২০২০ -এ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ও আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এ অনুষ্ঠানের আয়োজক পররাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব),আইপিসি এবং পাওয়ার্ড বাই ইজেনারেশন।

যুক্তরাষ্ট্র, চীন, হংকং, সিঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশের  আন্তর্জাতিক বিনিয়োগকারী ও নীতিনির্ধারকরা এই আয়োজনের আলোচক এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিনিয়োগকারীরা বিশ্বাস করেন বাংলাদেশের স্থানীয় স্টার্টআপগুলোর প্রবৃদ্ধি হবে এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে ত্বরান্বিত করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার, আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক, পররাষ্ট্র মন্ত্রনালয়ের আইসিটি শাখার পরিচালক কাজী জিয়াউল হাসান, টাই ঢাকার প্রেসিডেন্ট রুবাবা দৌলা, ভিসিপিয়াব’র ভাইচ চেয়ারম্যান জিয়া ইউ আহমেদ, ভিসিপিয়াব পরিচালক ও মাসলিন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মাতিন প্রমুখ।

অনুষ্ঠানে শামীম আহসান বলেন, নিজেদের চমকপ্রদ ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং সিলিকন ভ্যালিতে বাংলাদেশকে তুলে ধরতে দেশের স্টার্টআপদের জন্য এটি একটি সম্মানজনক সুযোগ হবে। এসব স্টার্টআপ ২০৪১ সাল নাগাদ সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ডাবল ডিজিটের জিডিপি প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

আগ্রহীরা স্টার্টআপ ওয়ার্ল্ডকাপের বাংলাদেশ পর্বে অংশ নিতে আগামী ৩১ জানুয়ারির মধ্যে (https://www.startupworldcup.io/bangladesh-regional) সাইটে লগইন করে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সেরা স্টার্টআপগুলো স্থানীয় চূড়ান্ত প্রতিযোগিতায় পিচ করার সুযোগ পাবে যা আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে। বিজয়ী স্টার্টআপ সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ-২০২০ -এর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনের একদিন আগে প্রার্থিতা ফিরে পেয়েও ভোট চাইছেন প্রতিদ্বন্দ্বীর হয়ে
নির্বাচনের একদিন আগে প্রার্থিতা ফিরে পেয়েও ভোট চাইছেন প্রতিদ্বন্দ্বীর হয়ে
২ কোটি টাকার চাল আত্মসাতের পর অবসরের আগে লাপাত্তা সরকারি কর্মকর্তা
২ কোটি টাকার চাল আত্মসাতের পর অবসরের আগে লাপাত্তা সরকারি কর্মকর্তা
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
কিরগিজস্তানে কাজ দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা!
কিরগিজস্তানে কাজ দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট