X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

অনিয়ম হলে রেগুলেট করবো: বিটিআরসি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২১, ২২:২৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:২৭

টেলিযোগাযোগ খাতের সময়োপযোগী উন্নয়নে বিভিন্ন অপারেটরকে নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করতে  আহ্বান জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ার‌ম্যান শ্যাম সুন্দর সিকদার।  ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত বিষয়ে জটিলতা থাকলে সেগুলো সমাধানেরও আশ্বাস দেন তিনি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাজধানীর রমনায় বিটিআরসির সম্মেলন কক্ষে দেশের ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয়ে তিনি তার দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন।

কমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবিরের সঞ্চলনায় অনুষ্ঠিত এ সভায় আইআইজি অপারেটরস ফোরামের পক্ষে ‘লেভেল থ্রি’র ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুনায়েদ বলেন, ‘দেশের সব জেলায় ইন্টারনেট সেবা দিতে প্রচুর বিনিয়োগের প্রয়োজন।’ তাই রেভিনিউ শেয়ারিং কমানোর দাবি জানান তিনি।  ডিপিআই (ডিপ প্যাকেট ইন্সপেকশন) ক্যাপাসিটি বাড়ানোর কথা উল্লেখ করে সব আইএসপিকে আইআইজি থেকে ব্যান্ডউইডথ নেওয়ার বিষয়ে বিটিআরসির সহযোগিতা চান তিনি।

ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স) ফোরামের পক্ষ থেকে বিডিআইএক্স-এর প্রতিনিধি কামার মুনির আইএসপি থেকে সংযোগ নেওয়ার পাশাপাশি যাদের আইএসপি আছে, তাদের থেকেও সংযোগ নেওয়ার সুযোগ প্রদানসহ কনটেন্টগুলো নিক্স অপারেটরের মাধ্যমে পরিচালনার বিষয়ে কমিশনের সহযোগিতা কামনা করেন।

ইন্টারনেট সেবাদানকারী অপারেটরদের পক্ষে আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম ঝুলন্ত তার সমস্যা সমাধানে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণের কথা বলেন। অবৈধ আইএসপি বন্ধে অভিযান চালানো, এনটিটিএন’র মূল্য ধাপভিত্তিক করারসহ আইএসপি অপারেটরগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বন্ধেও কমিশনের সহযোগিতা চান।

বিটিআরসির কমিশনার (লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং) আবু সৈয়দ দিলজার হোসেন অপারটেরদের সমস্যাগুলো প্রচলিত নীতিমালা ও আইনের আলোকে সমাধানের আশ্বাস দেন।  কমিশনের মহাপরিচালক (এসএস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ প্রত্যেক অপারেটরের সঙ্গে আলাদা বসে সমস্যাগুলো যাচাই-বাছাই শেষে সমাধানের জন্য বিটিআরসির পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

কমিশনের মহাপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) প্রকৌশলী মো. মেসবাহুজ্জামান ডিপ প্যাকেট ইন্সপেকশনের (ডিপিআই) সক্ষমতা বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ বাড়াতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করেন।  নতুন গাইডলাইনে আইআইজি থেকে আইএসপির ব্যান্ডউইথ নেওয়ার বাধ্যবাধকতা যুগপোযোগী বলেও মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে আইন ও নীতিমালা অনুযায়ী, কাজ করবে বিটিআরসি।’ অপারেটরদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, ‘অন্যায় কিংবা অযৌক্তি কোনও সিদ্ধান্ত কমিশন অপারেটরগুলোর ওপর চাপিয়ে দেবে না।’

বিটিআরসি চেয়ারম্যান অপারেটর, টেলিকম সেবার সঙ্গে জড়িতদের সতর্ক করে বলেন, ‘আমরা অনিয়মকে রেগুলেট করবো, আর ব্যবসাকে ফ্যাসিলিটেট করবো।’ তিনি বিডিআরসিতে জনবল ও কারিগরি ঘাটতি আছে উল্লেখ করে বলেন, ‘শিগগিরই এই ঘাটতি পূরণ হবে। এজন্য আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিটিআরসির ক্ষমতা ডটের ( ডিপারেটমেন্ট অব টেলিকম) কাছে যাচ্ছে না। ডট স্পেক্ট্রাম (তরঙ্গ) সহ অন্যান্য বিষয় সমন্বয় করবে।

বিটিআরসি চেয়ারম্যান ফাইভ-জি নিয়ে বলেন, ‘গাইড লাইন তৈরি হচ্ছে, টেকনিকাল টিম কাজ করছে।’ ২০২৩ সালের মধ্যে দেশে ফাইভ-জির বাস্তবায়ন শেষ হবে বলে উল্লেখ করে তিনি  বলেন, ‘নির্বাচনিস ইশতেহারেও তেমনটি উল্লেখ আছে।’

তিনি জানান, তিনটি চ্যালেঞ্জ নিয়ে তিনি কাজ শুরু করেছেন। ব্যবসায়ীদের মধ্যে (লাইসেন্সি) বিরাজমান বিভিন্ন সমস্যার সমাধান করা, মানসম্মত সেবা দিয়ে সুবিধাভোগীদের সমস্যা দূর করা এবং টেলিযোগাযোগ খাতটিকে আরও গতিশীল করাই হবে আমার প্রধান কাজ। এই তিনটি মোকাবিলা করা গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আরও জানান, ওই খাতটিকে দায়িত্ব গ্রহণের সময় তিনি যেখানে পেয়েছেন, সেখান থেকে আরও উন্নত অবস্থানে তিনি নিয়ে যেতে চান এবং তার মেয়াদ শেষে ওই সময়কার সব প্রযুক্তিকে তিনি দেশে চালুর ইচ্ছা পোষণ করেন।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেনাপোলে মাদকসহ ভারতীয় ট্রাকচালক গ্রেফতার
বেনাপোলে মাদকসহ ভারতীয় ট্রাকচালক গ্রেফতার
কারাগারে ফ্যান সংকট, গরমে অতিষ্ঠ আসামিরা
কারাগারে ফ্যান সংকট, গরমে অতিষ্ঠ আসামিরা
বিএনপির মতবিনিময় সভাস্থলে হামলা-ভাঙচুর, সাংবাদিকসহ আহত ৩
বিএনপির মতবিনিময় সভাস্থলে হামলা-ভাঙচুর, সাংবাদিকসহ আহত ৩
‘আমি কিছুতেই সিগারেট খাওয়া ছাড়তে পারছি না’
‘আমি কিছুতেই সিগারেট খাওয়া ছাড়তে পারছি না’
সর্বাধিক পঠিত
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো