X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

তিনটি হাইটেক পার্কে আসছে ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ১৮:২২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৮:২২

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে চারটি, চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সফটওয়্যার টেকনোলজি পার্কে ১৬টি এবং কুয়েটের শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারে একটি প্রতিষ্ঠানকে জমি ও স্পেস বরাদ্দ দিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে এই সংস্থার সভাকক্ষে এগুলো হস্তান্তরের লক্ষ্যে চুক্তি সই হয়। এর আওতায় তিনটি পার্কে ২১টি প্রতিষ্ঠান বিনিয়োগের সুযোগ পেলো। ফলে অন্তত ১ হাজার কোটি টাকা বিনিয়োগ ও ২ হাজার ৫০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্ভাবনা রয়েছে।

চুক্তিতে সই করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ ও বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধানরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। তার মন্তব্য, ‘বাংলাদেশে টেকসই হাই-টেক ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম নির্মাণের এখনই উপযুক্ত সময়, যেখানে হাই-টেক পার্ক অগ্রণী ভূমিকা পালন করতে পারে। দেশে এই মুহূর্তে ১০টি হাই-টেক পার্ক বিনিয়োগের জন্য প্রস্তুত।’

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বাংলাদেশ কার্ড লিমিটেড ৪ নম্বর ব্লকে ৭ একর জায়গা বরাদ্দ পেয়েছে। প্রতিষ্ঠানটি সেখানে স্মার্ট কার্ড, বিশেষ নিরাপত্তা পণ্য, এটিএম মেশিন উৎপাদন ও সংযোজন করার লক্ষ্যে প্রায় ৮৬০ কোটি টাকা বিনিয়োগ করবে। এতে করে প্রায় ৬৫০ জনের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

এশিয়া কম্পিউটার বাজার লিমিটেড ৬ নম্বর ব্লকে বরাদ্দ পেয়েছে ২ একর জমি। সেখানে কম্পিউটার, স্মার্ট টিভি, নেটওয়ার্কিং ডিভাইস, সিকিউরিটি সার্ভেইলেন্স এবং স্পিকার সংযোজন ও উৎপাদন করা হবে। প্রতিষ্ঠানটির প্রস্তাবিত বিনিয়োগ প্রায় ৩৫ কোটি টাকা।

অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ৪ নম্বর ব্লকে ১৪ দশমিক ৩৩ একর জমি বরাদ্দ পেয়েছে। সেখানে অফিস ভবন ও ডরমিটরি স্থাপন করা হবে।

অপরদিকে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সফটওয়্যার টেকনোলজি পার্কে জেনেক্স, হ্যালো ওয়ার্ল্ড, এক্সসিড বাংলাদেশ লিমিটেড, ইঞ্জেনিয়াম কনসাল্টিং, এডব্লিউ কমিউনিকেশন, কাজী কমিউনিকেশন্স, আমরা নেটওয়ার্কস লিমিটেড, এক্সপোনেন্ট ইনফোসিস্টেম লিমিটেড, ট্রাস্ট গ্লোবাল, ইমতিয়াজ এন্টারপ্রাইজ, রিয়েল আইটি, বাংলা পাজল লিমিটেড, কোডার্স ল্যাব, প্ল্যান-বি সল্যুশন, কে এ আর কমিউনিকেশন এবং সংযোগইউ ডটকমকে স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া ওমেন অ্যান্ড ই-কমার্স (উই), নারী উদ্যোক্তা ফোরাম, নিবেদিতা এবং বাংলাদেশ ওমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) সঙ্গেও চুক্তি হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানের একটি মুহূর্ত

চুক্তি সই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ বলেন, ‘কালিয়াকৈরে ৩৫৫ একর জমির ওপর স্থাপিত বঙ্গবন্ধু হাই-টেক সিটি হলো বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ফ্ল্যাগশিপ প্রকল্প। পার্ক তিনটিতে অন্তত ১ হাজার কোটি টাকা বিনিয়োগ ও ২ হাজার ৫০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’

ডা. বিকর্ণ কুমার ঘোষ উল্লেখ করেন, এখন পর্যন্ত দেশের হাই-টেক পার্কগুলোতে ১৭৫টি প্রতিষ্ঠানকে স্পেস ও প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ১৪৮টি স্থানীয় স্টার্টআপ প্রতিষ্ঠানকে বিনামূল্যে স্পেস/কো-ওয়ার্কিং স্পেস বরাদ্দ পেয়েছে।

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন