X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ফেসবুকে ভ্যাকসিন-বিরোধী পোস্ট লুকাতে গাজরের ইমোজি

ইশতিয়াক হাসান
১৬ সেপ্টেম্বর ২০২২, ২০:২৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২০:২৩

অটোমেটেড মডারেশন টুল ব্যবহার করে ভ্যাকসিন-বিরোধী পোস্ট যেন পাওয়া না যায়, সেজন্য ফেসবুকে ব্যবহার করা হচ্ছে গাজরের ইমোজি। এমন তথ্য উল্লেখ করে বিবিসি জানায়, তারা এমন বেশ কিছু গ্রুপ খুঁজে পেয়েছে। বিষয়টি বিবিসি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে সতর্কও করেছে, যেন এই গ্রুপগুলোকে সরিয়ে ফেলা হয়।

এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যেই ‘ক্ষতিকারক ভুয়া তথ্য’ আমাদের পলিসি’র আলোকে গ্রুপগুলোকে সরিয়ে ফেলেছি। সেইসঙ্গে এই ধরনের কনটেন্টগুলোকে রিভিউ করছি। আমরা পাবলিক হেলথ এক্সপার্ট এবং যুক্তরাজ্যের সরকারের সঙ্গে একত্রিত হয়ে বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি।

এদিকে সংবাদমাধ্যমটি জানায়, মেটার এই তথ্যের পরও তারা সার্চ করে গ্রুপটিকে ‘একটিভ’ পেয়েছে। তারা জানায়, একটি গ্রুপ গত তিন বছর হলো ভ্যাকসিন স্টোরিকে ফোকাস করে কাজ করছে। গ্রুপটির নীতিমালায় বলা রয়েছে, সবক্ষেত্রে যেন ‘কোড শব্দ’ ব্যবহার করা হয়। সেখানে আরও বলা হয় কখনই যেন ‘সি’, ‘ভি’ এবং ‘বি’ শব্দগুলো না লেখা হয়। এখানে, সি=কোভিড, ভি=ভ্যাকসিন এবং বি=বুস্টার) বোঝানো হয়েছে। গ্রুপটি তৈরি হয়েছে প্রায় এক বছর আগে এবং এর সদস্য সংখ্যা প্রায় আড়াই লাখ।

সারে বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি এক্সপার্ট প্রফেসর অ্যালান উডওয়ার্ড বলেন, এটি স্টেগনোগ্রাফি’র একটি আধুনিক রূপ। এখানে সাধারণ দৃষ্টি থেকে এটি বার্তাকে লুকিয়ে ফেলা হয়। শুধু ভ্যাকসিন-বিরোধী নয় বরং ইমোজি ব্যবহার করে অনেক বর্ণবাদী বার্তাও ছড়ানো হয় বলে দাবি করে বিবিসি। এমনকি অভিযোগ উঠেছে বানর আর কলার ইমোজি একটি বিশেষ ফর্মে ব্যবহার করে বর্ণবাদী বার্তা ছড়ানো হচ্ছে।

বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেক জায়ান্টদের সমালোচনা করে বলেন, ভ্যাকসিন-বিরোধী ভুয়া তথ্য ছড়ানো রোধে প্রতিষ্ঠানগুলো যথেষ্ট ব্যবস্থা নেয়নি। এগুলো প্রতিরোধে ফেসবুক আরও ব্যবস্থা নেবে বলে তিনি আশা করেন।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জাতীয় সংগীতের অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় সংগীতের অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়