X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ই-কমার্স, কুরিয়ার সার্ভিসের সেবা নিরবচ্ছিন্ন রাখতে সহযোগিতার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ২০:৩৪আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২০:৩৭

 

বাণিজ্য মন্ত্রণালয়

ই-কমার্স, কুরিয়ার সার্ভিস, খাদ্য ও ওষুধের মতো অত্যাবশকীয় পণ্যের ওয়্যার হাউজ, অপারেশন, পরিবহন ও ডেলিভারিতে সহযোগিতা করতে নির্দেশনা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) জারি করা এই নির্দেশনা দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারকে পাঠানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (অবা-১ শাখা) মোহাম্মদ মনির হোসেন হাওলাদার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে— বর্ণিত অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলা ই-কমার্স, কুরিয়ার সার্ভিস, খাদ্য ও ওষুধের মতো অত্যাবশকীয় পণ্যের ওয়্যার হাউজ, অপারেশন, পরিবহন, মালামাল স্টোরেজ ও ডেলিভারির সঙ্গে সংশ্লিষ্ট সব ডেলিভারি ম্যান ও যানবাহনকে স্বাভাবিক চলাচলের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) তাদের সদস্যদের প্রয়োজনীয় পরিচয়পত্র এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ব্রিফিং প্রদান করবে এবং ই-ক্যাবের সদস্য নয় এমন প্রতিষ্ঠান বা কোম্পানি বা কুরিয়ার সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান তাদের গাড়িচালক, গাড়ির ডেলিভারি ম্যান ও ওয়্যার হাউজ স্টাফদের প্রয়োজনীয় পরিচয়পত্র ও ব্রিফিং প্রদান করবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ঘরে বসে অনলাইনে প্রয়োজনীয় পণ্য ক্রয়- বিক্রয় একদিকে যেমন জনসাধারণের নৈমিত্তিক প্রয়োজন মেটাচ্ছে, অন্যদিকে তা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সহযোগিতা করছে। ফলে চলমান অবস্থায় ই-কমার্সের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়কে উৎসাহিত করা এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ডেলিভারি ম্যান এবং যানবাহনকে স্বাভাবিক চলাচলে সুযোগ দেওয়া নিত্য পণ্যের স্বাভাবিক সরবরাহকে ত্বরান্বিত করবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ এপিল) রাজধানীর বিভিন্ন স্থানে ই-কমার্স ডেলিভারিতে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ইন্টারনেট ও ইন্টারনেটনির্ভর জরুরি সেবার ঘোষণা এবং এই সেবা চালুর রাখার অনুমোদনপত্র রাখার পারও কোথাও কোথাও ডেলভারি ম্যানদের মারধর করা হয়। আটকে রাখা হয় ডেলিভারি ভ্যান। রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয় ডেলিভারি ম্যানদের। ই-কমার্স ডেলিভারি নিরবচ্ছিন্ন রাখতে ই-ক্যাবের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করলো বাণিজ্য মন্ত্রণালয়। 

আরও পড়ুন:

জরুরি সেবা ঘোষণার পরও ই-কমার্সের ডেলিভারিতে বাধা



 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস শুরু
প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস শুরু
নিষেধাজ্ঞার পরও যমুনা-কেন্দ্রিক আন্দোলন: আইন প্রয়োগে ব্যর্থতা নাকি কৌশলী ভূমিকা? 
নিষেধাজ্ঞার পরও যমুনা-কেন্দ্রিক আন্দোলন: আইন প্রয়োগে ব্যর্থতা নাকি কৌশলী ভূমিকা? 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তদন্তকারী কর্মকর্তা-প্রসিকিউটরও গ্রেফতার করতে পারবেন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তদন্তকারী কর্মকর্তা-প্রসিকিউটরও গ্রেফতার করতে পারবেন
সর্বাধিক পঠিত
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
‘বিভাজনমূলক’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ
‘বিভাজনমূলক’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ
কেমন আছে ব্যাংক খাত
কেমন আছে ব্যাংক খাত