X
সকল বিভাগ
সেকশনস
সকল বিভাগ

গুগল ফটোজে স্টোরেজ সেভার ফিচার ব্যবহার করবেন যেভাবে

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭:৫৮

স্টোরেজ স্পেস বাড়ানোর জন্য ব্যাকআপ হিসেবে থাকা ছবি ও ভিডিও’র কোয়ালিটি বা মান পরিবর্তনের সুবিধা দেয় গুগল ফটোজ। এই সুবিধার নাম স্টোরেজ সেভার। আপনার স্টোরেজ স্পেস ফুরিয়ে এলে এই ফিচার ব্যবহার বেশ কার্যকরী হতে পারে।

প্রত্যেক গুগল অ্যাকাউন্টে ১৫ গিগা স্টোরেজ সুবিধা থাকে। জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোজের সবকিছুই এই ১৫ গিগার অন্তর্ভুক্ত। গুগল ফটোজ নির্ধারিত এই ১৫ গিগার আওতায় আসে এ বছরের জুনে। ফলে এখন আর গুগল ফটোজে বিনামূল্যে যত ইচ্ছা তত ছবি বা ভিডিও রাখার সুযোগ নেই। এ জন্য কী পরিমাণ স্টোরেজ খালি আছে তা বিবেচনায় রাখা জরুরি।

চলতি বছরের শুরুর দিকে ‘হাই কোয়ালিটি স্টোরেজের’ নাম পরিবর্তন করে ‘স্টোরেজ সেভার’ রাখে গুগল। ফিচারটি গুগল ফটোজে স্টোরেজ সংরক্ষণে ব্যবহারকারীদের সহায়তা করে। স্টোরেজ সেভার মূলত ছবি এবং ভিডিও’র সাইজ কমিয়ে আনে। কেউ যদি গুগল ফটোজে স্টোরেজ স্পেস বাঁচাতে চায় তাহলে ইতোমধ্যে সংরক্ষিত ছবি এবং ভিডিওর কোয়ালিটি পরিবর্তনের মাধ্যমে তা করা সম্ভব। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের সহায়তা করবে স্টোরেজ সেভার ফিচারটি।

গুগল প্রদত্ত এই ফিচারের মাধ্যমে ছবির সাইজ কমিয়ে স্পেস বাঁচানো যায়। স্টোরেজ সেভার ব্যবহার করলে ১৬ মেগাপিক্সেলের বেশি যেকোনও ছবিকে ১৬ মেগাপিক্সেলে নিয়ে আসা হয়। ভিডিও’র ক্ষেত্রেও সাইজ কমিয়ে আনে স্টোরেজ সেভার ফিচার। অবশ্য আপনার ফোনে মূল ছবি থাকলেই কেবল এই ফিচার কাজ করবে।

স্টোরেজ সেভার ব্যবহার করলে শুধু আগে থেকে সংরক্ষিত ছবি বা ভিডিও’র সাইজ ছোট হবে। ভবিষ্যতে যেসব ছবি বা ভিডিও আপলোড করা হবে সেগুলোতে কোনও প্রভাব ফেলবে না এই ফিচার। স্টোরেজ সেভার ফিচারটি ব্যবহার করতে গুগল ফটোজের সেটিংস অপশনে যান। সেখান থেকে ‘রিকভার স্টোরেজ’ অপশনে ক্লিক করলেই সুবিধাটি চালু হবে।

 

/এইচএএইচ/আইএ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অভিন্ন নীতিমালা তৈরির উদ্যোগ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অভিন্ন নীতিমালা তৈরির উদ্যোগ
কেন্দ্রীয় নেতৃত্বকে দায়ী করছেন পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা
দল বদলের হিড়িককেন্দ্রীয় নেতৃত্বকে দায়ী করছেন পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা
৬ মিনিটে তিন গোলে চ্যাম্পিয়ন ম্যান সিটি
৬ মিনিটে তিন গোলে চ্যাম্পিয়ন ম্যান সিটি
এবারও কি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে বাংলাদেশ?
এবারও কি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে বাংলাদেশ?
এ বিভাগের সর্বাধিক পঠিত
ফিশিং ঠেকাতে সতর্কতার ব্যানার আসছে গুগল চ্যাটে
ফিশিং ঠেকাতে সতর্কতার ব্যানার আসছে গুগল চ্যাটে