X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বাংলায় ভাষণ উপলক্ষে স্মারক ডাকটিকিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২২, ২০:০৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ২২:০৮

‘জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা (২৫ সেপ্টেম্বর ১৯৭৪-২৩ সেপ্টেম্বর ২০২২)’ উদযাপন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ডাক অধিদফতর ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে। সেই সঙ্গে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করা হয়েছে।

ঢাকায় ডাক ভবন মিলনায়তনে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত এবং ডাটা কার্ড ও সিলমোহর প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় মন্ত্রণালয়েরে সচিব মো. খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাক অধিদফতরের মহাপরিচালক ফয়জুল আজিমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সর্বস্তরে বাংলা ভাষা চালু এবং বাংলা টাইপ রাইটার যন্ত্র প্রবর্তনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন। 

১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় বঙ্গবন্ধুর ভাষণ প্রদানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বিদ্যাসাগর থেকে বঙ্গবন্ধু বাংলা ভাষার যে ভিত্তি রচনা করেছেন, তা অসাধারণ।’

বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি হিসেবেই নয়, বিশ্বের ৩৫ কোটি বাংলা ভাষাভাষী মানুষের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে বাংলায় ভাষণ আমাদের জন্য বড় অহংকার বলে উল্লেখ করেন মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘শেখ হাসিনার হাতেই বাংলাদেশ ও বাংলা ভাষা সুরক্ষিত। আমরা স্মারক ডাকটিকিট প্রকাশের মাধ্যমে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছি।’

২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে বাংলায় ভাষণ প্রদানের দিনটি বাঙালি জাতির জন্য আরও একটি ঐতিহাসিক দিন বলে বর্ণনা করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বিস্ময়কর নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর অন্যতম জাতি-রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।’

এ সময় ডাক ও টেলিযোগাযোগ সচিব বলেন, ‘এ বিষয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ করা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’ ডাক অধিদফতরের মহাপরিচালক এটিকে একটি মহৎ উদ্যোগ হিসেবে বর্ণনা করেন।

/এইচএএইচ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন