X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

টিনএজারদের যে উপায়ে সুরক্ষা দেবে ফেসবুক ও ইনস্টাগ্রাম

ইশতিয়াক হাসান
২২ নভেম্বর ২০২২, ২০:৪১আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২০:৪১

টিনএজারদের প্রাইভেসি সেটিংসে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক। ফেসবুকের ডিফল্ট প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনা হবে এবং ফেসবুক ইনস্টাগ্রামে বড়দের পাঠানো অনাকাঙ্ক্ষিত মেসেজ প্রতিরোধ করা হবে।

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, ১৬ বছরের নিচে যে কেউ এখন অ্যাকাউন্ট খুললে তার ক্ষেত্রে নতুন পরিবর্তিত ডিফল্ট প্রাইভেসি সেটিংস কার্যকর হবে। পরবর্তী সময়ে এটি ধীরে ধীরে আগের অ্যাকাউন্টগুলোতেও কার্যকর হবে।

সংবাদ মাধ্যম এনগ্যাজেট জানায়, নতুন পরিবর্তনের মানে হলো— যেসব অ্যাডাল্টরা সন্দেহজনক, তারা যেন টিনএজারদের সঙ্গে যোগাযোগ করতে না পারে, তার ব্যবস্থা করা। যেমন ইনস্টাগ্রামে ‘পিপল ইউ মে নো’ ফিচার থেকে অ্যাডাল্টদের বাইরে রাখা। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়নি— ঠিক কীভাবে তারা সন্দেহজনক অ্যাকাউন্টগুলো বের করবে। তবে এরমধ্যে এমন সব অ্যাকাউন্ট থাকবে, যেসব অ্যাকাউন্টকে সম্প্রতি অল্প বয়সের কোনও অ্যাকাউন্ট ব্লক করেছিল।

পাশাপাশি ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, তারা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিল্ড্রেন বা এনসিএমইসি’র গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করবে। এর মাধ্যমে টিনএজারদের ঘনিষ্ঠ ছবি শেয়ারিং ঠেকানো হবে। এটি আগামী ডিসেম্বরের মাঝামাঝি চালু হতে পারে। টিনএজারদের পাশাপাশি বড়দের এমন ছবি শেয়ারিংও ঠেকানো হবে এই প্লাটফর্মে।

ফেসবুকের একজন মুখপাত্র জানান, ফিচারটি চালু হলে একজন টিনএজার তার ডিভাইস থেকে কোনও ছবিকে যখন প্রাইভেট হিসেবে রিপোর্ট করবে, তখন সেই ছবিটি এনসিএমইসি’র মাধ্যমে ছবিটির জন্য একটি ইউনিক হ্যাশট্যাগ তৈরি করা হবে। এই হ্যাশট্যাগটি ফেসবুকের ডাটাবেজে সংরক্ষণ করা হবে। এরপর এ ধরনের কোনও ছবি শেয়ারের চেষ্টা করলে প্ল্যাটফর্ম সেটাকে বাধা দেবে। তিনি আরও জানান, মূল ছবিটি টিনএজারের ডিভাইস থেকে কখনোই বের হবে না।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড
বদলির পর ফেসবুকে ওসি লিখলেন,‌ ‘বুজলে বুজ, না বুজলে খেয়ে নে তরমুজ’
হেলিকপ্টারে মাগুরা যাওয়ার সমালোচনায় ‘ঘরে বসে অ‍্যানালাইসিস কপচানো’ নিয়ে পাল্টা সমালোচনা সারজিসের
সর্বশেষ খবর
সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি
সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
৩ দিনের তাপপ্রবাহে অতিষ্ট জনজীবন, সোমবার থেকে কমতে পারে
৩ দিনের তাপপ্রবাহে অতিষ্ট জনজীবন, সোমবার থেকে কমতে পারে
চতুর্দশপদী ও অন্যান্য
চতুর্দশপদী ও অন্যান্য
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’