X
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
১৮ আশ্বিন ১৪৩০

টিনএজারদের যে উপায়ে সুরক্ষা দেবে ফেসবুক ও ইনস্টাগ্রাম

ইশতিয়াক হাসান
২২ নভেম্বর ২০২২, ২০:৪১আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২০:৪১

টিনএজারদের প্রাইভেসি সেটিংসে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক। ফেসবুকের ডিফল্ট প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনা হবে এবং ফেসবুক ইনস্টাগ্রামে বড়দের পাঠানো অনাকাঙ্ক্ষিত মেসেজ প্রতিরোধ করা হবে।

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, ১৬ বছরের নিচে যে কেউ এখন অ্যাকাউন্ট খুললে তার ক্ষেত্রে নতুন পরিবর্তিত ডিফল্ট প্রাইভেসি সেটিংস কার্যকর হবে। পরবর্তী সময়ে এটি ধীরে ধীরে আগের অ্যাকাউন্টগুলোতেও কার্যকর হবে।

সংবাদ মাধ্যম এনগ্যাজেট জানায়, নতুন পরিবর্তনের মানে হলো— যেসব অ্যাডাল্টরা সন্দেহজনক, তারা যেন টিনএজারদের সঙ্গে যোগাযোগ করতে না পারে, তার ব্যবস্থা করা। যেমন ইনস্টাগ্রামে ‘পিপল ইউ মে নো’ ফিচার থেকে অ্যাডাল্টদের বাইরে রাখা। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়নি— ঠিক কীভাবে তারা সন্দেহজনক অ্যাকাউন্টগুলো বের করবে। তবে এরমধ্যে এমন সব অ্যাকাউন্ট থাকবে, যেসব অ্যাকাউন্টকে সম্প্রতি অল্প বয়সের কোনও অ্যাকাউন্ট ব্লক করেছিল।

পাশাপাশি ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, তারা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিল্ড্রেন বা এনসিএমইসি’র গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করবে। এর মাধ্যমে টিনএজারদের ঘনিষ্ঠ ছবি শেয়ারিং ঠেকানো হবে। এটি আগামী ডিসেম্বরের মাঝামাঝি চালু হতে পারে। টিনএজারদের পাশাপাশি বড়দের এমন ছবি শেয়ারিংও ঠেকানো হবে এই প্লাটফর্মে।

ফেসবুকের একজন মুখপাত্র জানান, ফিচারটি চালু হলে একজন টিনএজার তার ডিভাইস থেকে কোনও ছবিকে যখন প্রাইভেট হিসেবে রিপোর্ট করবে, তখন সেই ছবিটি এনসিএমইসি’র মাধ্যমে ছবিটির জন্য একটি ইউনিক হ্যাশট্যাগ তৈরি করা হবে। এই হ্যাশট্যাগটি ফেসবুকের ডাটাবেজে সংরক্ষণ করা হবে। এরপর এ ধরনের কোনও ছবি শেয়ারের চেষ্টা করলে প্ল্যাটফর্ম সেটাকে বাধা দেবে। তিনি আরও জানান, মূল ছবিটি টিনএজারের ডিভাইস থেকে কখনোই বের হবে না।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
লোগোতে পরিবর্তন আনলো ফেসবুক
বিজ্ঞাপনমুক্ত পেইড প্ল্যান আনছে ফেসবুক
মির্জা ফখরুলকে নিয়ে ফেসবুকে অপপ্রচার করায় যুবকের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
দেশের টেকসই উন্নয়নে ডিজিটাল কানেক্টিভিটি ভূমিকা রাখবে: স্পিকার
দেশের টেকসই উন্নয়নে ডিজিটাল কানেক্টিভিটি ভূমিকা রাখবে: স্পিকার
আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনআ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
নতুন দলগুলোর টার্গেটে বিএনপির পদবঞ্চিতরা, সাড়া মিলছে কেমন?
নতুন দলগুলোর টার্গেটে বিএনপির পদবঞ্চিতরা, সাড়া মিলছে কেমন?
এনআইডি ছাড়াই মোবাইল ব্যাংকিংয়ের হিসাব খোলার সুযোগ
এনআইডি ছাড়াই মোবাইল ব্যাংকিংয়ের হিসাব খোলার সুযোগ
সর্বাধিক পঠিত
শত খ্যাপাটে যুবক প্রমাণ করে দিলো ‘খালে হবে’
শত খ্যাপাটে যুবক প্রমাণ করে দিলো ‘খালে হবে’
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে বাধা যেখানে
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে বাধা যেখানে
দুদকের মামলায় সাবেক বিমানবালার তিন বছরের কারাদণ্ড
দুদকের মামলায় সাবেক বিমানবালার তিন বছরের কারাদণ্ড
গাড়ি দুর্ঘটনার পর লুকোচুরি পরিবার পরিকল্পনা কর্মকর্তার
গাড়ি দুর্ঘটনার পর লুকোচুরি পরিবার পরিকল্পনা কর্মকর্তার
‘তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’
‘তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’