X
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
১৫ আশ্বিন ১৪৩০

লাভের মুখ দেখলো বিটিসিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২২, ১৯:০৬আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৯:০৬

দীর্ঘ ১৫ বছরের লোকসান কাটিয়ে অবশেষে লাভের মুখ দেখলো বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ২০২১-২২ অর্থবছরে লাভজনক হিসেবে ঘুরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। ২০০৭ -২০০৮ অর্থবছরে বিটিসিএল’র লোকসান ছিল প্রায় ৩৫০ কোটি টাকা। তার আগে এটি ছিল প্রায় ৫০০ কোটি টাকা। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরেও বিটিসিএলের লোকসান ছিল ২৪৭ কোটি টাকা। অব্যাহত এই লোকসান কাটিয়ে প্রতিষ্ঠানটির এ বছর লাভ করেছে ৬ কোটি ৭২ লাখ টাকা।

শুক্রবার (২৫ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বৃহ্স্পতিবার (২৪ নভেম্বর) ঢাকায় টেলিযোগাযোগ ভবনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারকে এই তথ্য জানানো হয়। বিটিসিএল বোর্ড চেয়ারম্যান ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান ও বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিনসহ বোর্ডের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বিটিসিএলের এই অর্জনের নেপথ্য বিভিন্ন কারণ ব্যাখ্যা করে বলেন, ‘বিটিসিএলকে প্রতিযোগিতার জায়গায় উপনীত করতে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ থেকে শুরু করে সম্ভাব্য সব কিছুই আমরা সফলভাবে করেছি।’ 

দেশব্যাপী বিটিসিএলের অবকাঠামোসহ বিশাল স্থাবর সম্পদকে যথাযথ কাজে লাগিয়ে বিটিসিএল শিগগিরই অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারী প্রতিষ্ঠানের কাজ কেবল বাণিজ্য করা নয়, জনগণকে সেবা দেওয়া এর মূল লক্ষ্য।

কোভিডকালে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান, ৪১৮টি ভিডিও কনফারেন্স এবং ৫৮৭ শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক সেবা প্রদানের বিষয়টি তুলে ধরেন মন্ত্রী। লোকসানি প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে বিটিসিএল ঘুরে দাঁড়ানোয় মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
গণঅভ্যুত্থানের ভয়ে ডিজিটাল অস্ত্র ইন্টারনেট শাটডাউন প্রয়োগ করছে সরকার: মির্জা ফখরুল
বিটিসিএল’র ফাইভ-জি রেডিনেস প্রকল্পের দরপত্রের মূল্যায়ন প্রতিবেদনে অহেতুক দেরি
বাংলা ট্রিবিউনে বিটিসিএল নিয়ে সংবাদ প্রকাশ, দুই পক্ষের বক্তব্য
সর্বশেষ খবর
চ্যাম্পিয়ন আইয়ান ও নীড় 
চ্যাম্পিয়ন আইয়ান ও নীড় 
দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ডিএমপি কমিশনার
দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন ডিএমপি কমিশনার
মাঠ প্রশাসনের নির্বাচনি প্রশিক্ষণ শুরু রবিবার
মাঠ প্রশাসনের নির্বাচনি প্রশিক্ষণ শুরু রবিবার
নারীসহ মানবপাচারকারী চক্রের ৯ জন সদস্য গ্রেফতার
নারীসহ মানবপাচারকারী চক্রের ৯ জন সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
শর্ত মেনে বিদেশ যেতে ‘রাজি নন’ খালেদা জিয়া
শর্ত মেনে বিদেশ যেতে ‘রাজি নন’ খালেদা জিয়া
অচলের পথে মার্কিন সরকার
অচলের পথে মার্কিন সরকার
সাকিবের ইনজুরি নিয়ে নানা মন্তব্যে ক্ষুব্ধ মাশরাফি
সাকিবের ইনজুরি নিয়ে নানা মন্তব্যে ক্ষুব্ধ মাশরাফি
একই সময়ে একই হাসপাতালে মারা গেলেন প্রবীণ দুই এমপি
একই সময়ে একই হাসপাতালে মারা গেলেন প্রবীণ দুই এমপি
ভিসা নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী
ভিসা নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী