X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আইপিভি-৬ রাউটার ব্যবহার বাধ্যতামূলক করা হবে: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৩, ১৪:৩৪আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৫:২৮

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমরা আইপিভি-৪ কম্প্যাটিবল রাউটার আমদানি নিষিদ্ধ করেছি। যেকোনও সময় আইপিভি-৬ রাউটার ব্যবহার বাধ্যতামূলক করে দেবো। এটা করতে হবে আমাদের অস্তিত্বের জন্য। আমাদের নিরাপত্তার জন্য।

বৃহস্পতিবার (১০ আগস্ট) আইএসপিএবি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আয়োজিত আইএসপিতে কর্মরত প্রকৌশলীদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা ডেটা (ইন্টারনেট) ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি। মোবাইল অপারেটরদের ভয়েস কল কমছে। ডেটার ব্যবহার বাড়ছে। ফলে আয়ও বাড়ছে।’

বারবার ডিও লেটার দেওয়ার পরও আইএসপিএবিকে আইটিইএস’র অন্তর্ভুক্তী না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত হওয়ার পরও এটা বাস্তবায়িত হয়নি। তাই আইএসপিএবি সভাপতি-সাধারণ সম্পাদককে সব ধরনের তদবির করুন। আমি আপনাদের সঙ্গে লড়াই করবো।’

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপির গ্রাহক সেবার মান উন্নত করতে প্রতিষ্ঠানগুলোর প্রকৌশলীদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। তিন দিনের এই প্রশিক্ষণ বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোটেলে শুরু হয়। প্রশিক্ষণ দিচ্ছেন এপনিকের (এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার) প্রশিক্ষকরা। ৮২ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

এতে ডিডস অ্যাটাক, আরপিকেআই ও নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ দেওযা হচ্ছে।

আইএসপিএবির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য মন্তণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এহসানুল কবীর, আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভুঁইয়া এবং এপনিকের প্রশিক্ষক ডেভিড মাইকেল ফস্টার।

দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি এমদাদুল হক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অ্যাক্টিভ শেয়ারিংয়ের (অবকাঠামো ভাগাভাগি) অনুমতি দেওয়ার অনুরোধ জানান। এতে করে আইএসপিগুলোর খরচ কমবে, গ্রাহকের নেটের দামও কমতে পারে। তিনি বলেন, ‘মোবাইল অপারেটররা অ্যাক্টিভ শেয়ারিং পেলে আমরা কি দোষ করেছি?’

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
ঈদযাত্রীদের জন্য নেটওয়ার্ক শক্তিশালী করল গ্রামীণফোন
শিগগিরই এক লাখ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হবে: পলক
পরবর্তী অ্যাপ্রিকট সম্মেলন ঢাকায়
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ