X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২
সাবমেরিন ক্যাবলের উন্নয়ন

দেশের ইন্টারনেট ধীরগতির হতে পারে দুই দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৩, ২২:২২আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ২২:২২

দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের উন্নয়ন কার্যক্রমের জন্য সারা দেশে আগামী দু’দিন ইন্টারনেট ধীরগতির হতে পারে। তবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল চালু থাকায় এর প্রভাব খুব একটা পড়বে না বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া ব্যাকআপ হিসেবে চালু থাকা দেশের ৬টি আইটিসির (ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল) ফলে দেশবাসী ইন্টারনেট ব্যবহারে খুব একটা সমস্যায় পড়বেন না।   

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সোমবার (৩০ অক্টোবর)  এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ সিস্টেমের আপগ্রেডেশন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এই আপগ্রেডেশন কার্যক্রমের জন্য ৩০ অক্টোবর দিবাগত রাত ২টা থেকে পরদিন (৩১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা এবং আগামী ১ নভেম্বর দিবাগত রাত ২টা থেকে পরদিন (২ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা সি-মি-উই-৪ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন সি-মি-উই-৫ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে। আপগ্রেডেশন কার্যক্রমের কারণে উল্লিখিত সময়ে ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন, বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

উল্লেখ্য, আপগ্রেডেশন কাজ শেষ হলে সি-মি-উই-৪ সাবমেরিন ক্যাবলে বিএসসিপিএলসি’র ব্যান্ডউইডথ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এদিকে রাজধানী ঢাকার মহাখালীতে খাজা টাওয়ারের দুটি ডাটা সেন্টার ও ৯-১০ আইআইজি প্রতিষ্ঠান, আইসিএক্স এক্সচেঞ্জ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের ইন্টারনেটে ধীরগতি ভর করেছে। অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও ধীরগতি রয়েছে। মোবাইলের ভয়েস কল ও ইন্টারনেট ব্যবহারে সমস্যা হচ্ছে। এই অবস্থার মধ্যে সাবমেরিন ক্যাবলের উন্নয়ন কাজ কেমন প্রভাব ফেলতে পারে— সেটাই এখন খাত সংশ্লিষ্টদের শঙ্কা। 

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান
৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে চায় আইএসপিএবি  
ভবিষ্যতে কোনও সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না: বিশেষ সহকারী 
সর্বশেষ খবর
স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিলো দুর্বৃত্তরা
স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিলো দুর্বৃত্তরা
পাকিস্তান সিরিজের আগে আমিরাতে বাংলাদেশের দুই টি-টোয়েন্টি
পাকিস্তান সিরিজের আগে আমিরাতে বাংলাদেশের দুই টি-টোয়েন্টি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী